Bigg Boss

‘ওঁর মুখের থেকে জুতো বেশি সুন্দর’, বলি অভিনেত্রীকে তীব্র আক্রমণ সিদ্ধার্থের

বিগ বসের ঘরে সিদ্ধার্থর আক্রমণের শিকার মাহিরা । ঠিক কী হয়েছিল?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ১২:৪৯
Share:

মাহিরা শর্মা এবং সিদ্ধার্থ শুক্ল

হিন্দি ধারাবাহিকের অতি জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্ল। ‘বাবুলকা অঙ্গন’, ‘লভ ইউ জিন্দেগি’, ‘পবিত্র রিস্তা’র মতো ধারাবাহিকে অভিনয় করে মন জয় করেছেন অনেকেরই। এমনকি ‘হাম্পটি শর্মাকে দুলহানিয়া’ ছবিতেও পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। অন্য দিকে ‘তারক মেহতা কা উল্টা চশমা’, ‘নাগিন ৩’-এর অভিনেত্রী মাহিরা শর্মাও হিন্দি ধারাহিকের জনপ্রিয় মুখ। সম্প্রতি এঁরা দু’জনেই বিগ বস এর তেরোতম সিজনে অংশ নিয়েছেন। আর এখানেই সিদ্ধার্থর তীব্র আক্রমণের শিকার হন মাহিরা।

Advertisement

ঠিক কী হয়েছিল?

জমে উঠেছে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস-এর তেরোতম সিজন। বিগ বসের এ বারের থিম ফাস্ট ট্র্যাক। এই সিজন শুরু হওয়া থেকেই বিগ বস হাউসের ভেতরেব উত্তেজনা দর্শকদের নজর কাড়ছে।এই সিজন নাটকীয়তার দিক থেকে অন্যবারের সিজনগুলোকে পিছনে ফেলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

সম্প্রতি বিগ বস প্রতিযোগীদের ‘বিবি ফিশার’ নামে নতুন একটি টাস্ক দেন। এই টাস্কের সাহায্যে বাড়ির মহিলা প্রতিযোগীরা একজন পুরুষ প্রতিযোগীকে এলিমিনেশন থেকে বাঁচাতে পারবেন।

আরও পড়ুন: আগামী ছবিতেও পুলিশের চরিত্রে সলমন

এই খেলায় মনোনীত পুরুষ প্রতিযোগীদের একটি কৃত্রিম পুকুরের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। উল্টোদিকে থাকা মহিলা প্রতিযোগীরা ওই পুকুরে মাছ ছেড়ে দিচ্ছিলেন। খেলার নিয়ম অনুযায়ী, পুরুষ প্রতিযোগীদের তাঁদের নিজের পুকুর খালি রাখতে হত।

আরও পড়ুন: সুইমসুটে মনামি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ট্রাভেল ডায়েরি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement