Sushant Singh Rajput

কেন ওর মৃত্যু নিয়ে রাজনীতি হল? চার বছর পর সুশান্তের জন্য সুবিচার চাইছেন দিদি শ্বেতাকীর্তি সিংহ

‘‘সুশান্তের মন খুব পরিষ্কার ছিল। মন খুলে ভালবাসত। এই নিষ্ঠুর পৃথিবীতে তার কি এই পরিণতি হওয়া উচিত?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২৪ ১৬:১৩
Share:

(বাঁ দিকে) সুশান্ত সিংহ রাজপুত। শ্বেতা সিংহ কীর্তি (ডান দিকে)। ছবি-সংগৃহীত।

চার বছর আগে এই দিনটা বলিউডের কাছে বড় ধাক্কা ছিল। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দেহ। সেই মৃত্যু নিয়ে জলঘোলা কম হয়নি। অভিনেতার পরিবারের দাবি আজও তাঁরা কোনও সদুত্তর পাননি এই মৃত্যুর। এখনও ভাইয়ের মৃত্যুর সুবিচার খুঁজছেন তাঁর দিদি শ্বেতা সিংহ কীর্তি।

Advertisement

১৪ জুন, সুশান্তের মৃত্যুদিনেও তাই ভাইয়ের স্মৃতিতে ডুব দিলেন শ্বেতা। তিনি সুশান্তের একগুচ্ছ ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। একটি পোস্টে শ্বেতা লিখেছেন, ‘‘ভাই, চার বছর হয়ে গেল তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছ। আর আমরা এখনও জানি না ১৪ জুন তোমার সঙ্গে ঠিক কী হয়েছিল? তোমার মৃত্যু এখনও রহস্যই থেকে গিয়েছে। আমার অসহায় লাগে। প্রশাসনের কাছে সত্যিটা জানার জন্য একাধিক বার আবেদন করেছি।’’

সুবিচার পাওয়ার আশায় এখনও অপেক্ষা করে আছেন শ্বেতা। তিনি লিখেছেন, ‘‘আমি আর ধৈর্য রাখতে পারছি না। মনে হচ্ছে এ বার হাল ছেড়ে দিতে হবে। কিন্তু আজ শেষ বারের জন্য আমি সকলের কাছে জানতে চাই, কারা এই ঘটনায় আমায় সাহায্য করতে পারবেন। আমাদের ভাইয়ের সঙ্গে ঠিক কী হয়েছিল, সেটা আমাদের জানা উচিত নয় কি? কেন ওর মৃত্যু নিয়ে রাজনীতি হল?’’ ফের এই মৃত্যুর সুবিচার চেয়ে সরব হয়েছেন শ্বেতা।

Advertisement

আরও একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘সুশান্তের মন খুব পরিষ্কার ছিল। মন খুলে ভালবাসত। এই নিষ্ঠুর পৃথিবীতে তার কি এই পরিণতি হওয়া কাম্য? চার বছর হয়ে গেল সুশান্তের সঙ্গে এই অন্যায় হয়েছে। এটা কি ওর সঙ্গে হওয়ার কথা ছিল?’’

কিছু দিন আগেও সুশান্তের দিদি একটি পোস্টে ভাইয়ের মৃত্যুর সুবিচার চেয়ে একটি পোস্ট করেছিলেন। শ্বেতা তাঁর পোস্টে লিখেছিলেন, ‘‘এ বার সময় হয়েছে। চলুন আমরা এক হই এবং আমাদের প্রিয় সুশান্তের মৃত্যুর ইনসাফ চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement