Shraddha Kapoor

মাঝরাতে শ্রদ্ধার জিভে জল, খেতে খেতে কার প্রেমে পড়ে গেলেন?

সমাজমাধ্যমে শ্রদ্ধা খুবই সক্রিয়। নানা মেজাজে ধরা দেন সেখানে। ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ ছবিতে শেষ বার দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই ছবির মুক্তির পর চুল কাটিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৭:২১
Share:

শ্রদ্ধা কপূর। ছবি: সংগৃহীত।

খেতে ভীষণ ভালবাসেন শ্রদ্ধা কপূর। এ নিয়ে লুকোছাপা নেই তাঁর। সমাজমাধ্যমের দৌলতে তাঁর অনুরাগীদেরও অজানা নেই সে কথা। খাবারের ছবিও অহরহ পোস্ট করেন শ্রদ্ধা।

Advertisement

মধ্যরাতেও যে টুকটাক মুখ চলে তাঁর, প্রমাণ নিজেই দিলেন তিনি। কী খেলেন অভিনেত্রী মধ্যরাতে?

গ্রীষ্মের জিভে জল আনা আম যে শুধু বাঙালিদের প্রিয় তা নয়। দেখা গেল শ্রদ্ধাও তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন আমের স্বাদ, তা-ও মাঝরাতে! কেটে রাখা পাকা আমের ভিডিয়ো পোস্ট করেছেন শ্রদ্ধা। আবহে জুড়ে দিয়েছেন লতা মঙ্গেশকরের গাওয়া ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি। আম খেতে কতটা ভালবাসেন অভিনেত্রী, তা বোঝাই যাচ্ছে এই পোস্ট থেকে।

Advertisement

শ্রদ্ধা কপূরের ইনস্টাগ্রাম পোস্ট। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে শ্রদ্ধা খুবই সক্রিয়। নানা মেজাজে ধরা দেন সেখানে। ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ ছবিতে শেষ বার দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই ছবির মুক্তির পর চুল কাটিয়েছিলেন অভিনেত্রী। তার পর কিছু ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। লিখেছিলেন, “মন ছোট কোরো না, চুল ছোট করো।” সঙ্গে হাসির ইমোজি। খোলামনের, হাসিখুশি শ্রদ্ধা সে বারও মন জিতে নিয়েছিলেন তাঁর অনুরাগীদের। মাঝেমাঝে স্রেফ নিজস্বী পোস্ট করেও মনের কথা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তাঁর সহজ-সরল মজাদার পোস্ট ভালবাসায় ভরে যায়। অনুরাগীদেরও খোঁজখবর নেন তিনি। তাই পাল্টা ভালবাসাও পান। তাঁর সাম্প্রতিক আমের পোস্ট দেখেও হেসে গড়ালেন নেটাগরিকরা।

অভিনেত্রীকে এর পর দেখা যাবে ‘স্ত্রী ২’ এবং ‘চালবাজ ইন লন্ডন’-এ। ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ বড় পর্দায় তেমন ব্যবসা করতে না পারলেও ওটিটি-তে মুক্তি পাওয়ার পর অনুরাগীদের ভালবাসা পেয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement