Rhea Chakraborty

ছবির এই ছোট্ট মেয়েটা বর্তমানে বলিউডের বিতর্কিত অভিনেত্রী, চিনতে পারছেন এঁকে?

পেশাগত জীবনের শুরুর দিকে সঞ্চালক হিসেবেও বিখ্যাত ছিলেন তিনি। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০২১ ২০:৫৫
Share:

বলুন তো ইনি কে?

কাঁধ ছোঁয়া চুল, এক গাল হাসি। ছবিতে এই বাচ্চা মেয়েটাকে চিনতে পারছেন?

Advertisement

ব্যাপারটা আরেকটু সহজ করে দেওয়া যাক। কয়েকটা সূত্র দেওয়া থাকল।

১। ছবির এই বাচ্চা মেয়েটি বলিউডের বঙ্গ তনয়া।

Advertisement

২। ২০১৩ সালে শাকিব সালিমের বিপরীতে ‘মেরি ড্যাড কি মারুতি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।

৩। পেশাগত জীবনের শুরুর দিকে সঞ্চালক হিসেবেও বিখ্যাত ছিলেন তিনি।

৪। গত বছর সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর কাঠগড়ায় তোলা হয় এই অভিনেত্রীকে। অভিনেতার মৃত্যুতে মাদক-যোগের অভিযোগে গ্রেফতারও হতে হয়েছিল তাঁকে।

এতক্ষণে নিশ্চয়ই বোঝা গিয়েছে ছবির এই ছোট্ট মেয়েটি কে। ইনি রিয়া চক্রবর্তী। গত রবিবার মাতৃদিবস উপলক্ষে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী তাঁদের মা সন্ধ্যা চক্রবর্তীর সঙ্গে ছোটবেলার এই ছবিটি পোস্ট করেছিলেন। ভাইয়ের এই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও তুলে এনেছিলেন রিয়া। শৌভিকের এই পোস্টে তাঁদের ভালবাসা জানিয়েছেন শিবানী ডান্ডেকর, অনুষা ডান্ডেকরের মতো তারকরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement