Bunty Aur Babli 2

আবু ধাবিতে ছলচাতুরী

আবু ধাবির দু’টি জায়গায় একটি দীর্ঘ শট নেওয়া হয়েছে এই ছবির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ০০:০২
Share:

টিম ‘বান্টি অউর বাবলি টু’

টানা দশ দিন শুট করে আবু ধাবিতে শেষ হল ‘বান্টি অউর বাবলি টু’র শুটিং। ছবিতে বাবলি অপরিবর্তিত, রানি মুখোপাধ্যায়। তবে বান্টি অভিষেক বচ্চনের জায়গায় এসেছেন সেফ আলি খান। পুরনো বান্টি আর বাবলির সঙ্গে রয়েছে নতুন একটি জুটিও, সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরী। ছবিটি পরিচালনা করছেন নবাগত বরুণ ভি শর্মা, যিনি এর আগে যশ রাজ ফিল্মসের ‘টাইগার জ়িন্দা হ্যায়’ এবং ‘সুলতান’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

Advertisement

আবু ধাবির দু’টি জায়গায় একটি দীর্ঘ শট নেওয়া হয়েছে এই ছবির। বোঝাই যাচ্ছে, ছবির ক্লাইম্যাক্স এখানে শুট হয়েছে। আবু ধাবির ইকুয়িসট্রিয়ান ক্লাব এবং এমিরেটস প্যালেসে হয়েছে সেই শুটিং। তার পরে ছবির পুরো কাস্ট দুবাইয়ের এক রাজকীয় হোটেলের সামনে ছবিও তুলেছে। ‘বান্টি অউর বাবলি টু’ মুক্তি পাবে জুন মাসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement