Cinema

১০ জুন থেকে শুরু হচ্ছে সিনেমা-সিরিজ়ের শুটিংও

অধরা অনেক উত্তরই। তবু টলিপাড়ায় ক্যামেরা রোল করবে এই সপ্তাহেগাইডলাইন মেনে সিনেমা ও ওয়েব সিরিজ়ের শুটিং ফ্লোরেও ৩৫ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না।

Advertisement
শেষ আপডেট: ০৮ জুন ২০২০ ০০:০১
Share:

শীঘ্রই ফিরছে এই চেনা দৃশ্য।

রবিবার বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছে যে, ১০ জুন থেকে সিনেমা ও ওয়েব সিরিজ়ের শুটিংও শুরু হবে। এমনটাই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এর আগেই ৪ জুনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, ১০ জুন থেকে সিরিয়ালের শুটিং শুরু হবে। সিরিয়ালের শুটিংয়ে যে নির্দেশিকা জারি হয়েছে, সিনেমা-সিরিজ়ের ক্ষেত্রেও একই নিয়ম বহাল থাকবে। আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি শঙ্কর চক্রবর্তী বললেন, ‘‘গাইডলাইন মেনেই শুটিংয়ের অনুমতি পাওয়া গিয়েছে। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্য কী ভাবে শুটিং হবে, তা সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালককেই ভেবে বার করতে হবে।’’

Advertisement

গাইডলাইন মেনে সিনেমা ও ওয়েব সিরিজ়ের শুটিং ফ্লোরেও ৩৫ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। একান্তই বেশি শিল্পীর দরকার পড়লে, টেকনিশিয়ানদের (যেমন, আলো, সেট) কাজের শেষে ফ্লোর ছাড়তে হবে। সেই জায়গায় অতিরিক্ত শিল্পী নিয়ে শুটিং করতে পারবেন পরিচালকেরা। ১০ বছরের কমবয়সি বাচ্চারা শুটিং করতে পারবে না। আবার প্রবীণ শিল্পীদের কাজ করাও শর্তসাপেক্ষে। সম্পূর্ণ সুস্থ থাকার মুচলেকা দিতে হবে তাঁদের।

শুটিং চলাকালীন কারও করোনা পজ়িটিভ ধরা পড়লে, তার চিকিৎসার খরচ নিয়ে এখনও জট কাটেনি। কিন্তু মৃত্যু হলে এককালীন ২৫ লক্ষ টাকার জীবনবিমার তহবিল গড়ে তোলা হয়েছে বলে খবর। সেই তহবিলে দেয় প্রিমিয়ামের ৫০ শতাংশ প্রযোজক ও ৫০ শতাংশ শিল্পীকেই বহন করতে হবে। কিন্তু টেকনিশিয়ানদের ক্ষেত্রে প্রিমিয়ামের পুরো টাকাই প্রযোজক সংস্থা বহন করবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

কনটেনমেন্ট জ়োন ছাড়া যে কোনও অঞ্চলে শুটিং করার অনুমতি মিললেও, রাজ্যের বাইরে শুটিং করার ছাড়পত্র এখনও অবধি আসেনি। ছবির শুটিং শুরু হলেও কী ভাবে তা মুক্তি পাবে, সিনেমা হল কবে খুলবে, তা এখনও অনিশ্চিত। উত্তরের জন্য আপাতত ৩০ জুন পর্যন্ত অপেক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement