Celebrity Birthday

জন্মদিনে নতুন পোশাকের অভাব পুরণে অভিনব সাজ অভিনেত্রীর, ফুল দিয়ে ঢাকলেন নিজেকে

জন্মদিনে নতুন সাজে সাজতে চান শিবশক্তি। কী উপায় বের করলেন তিনি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৪:১৮
Share:

টেলি-অভিনেত্রী শিবশক্তি সচদেব

জন্মদিনের মাস পড়তেই উত্তেজিত টেলি-অভিনেত্রী শিবশক্তি সচদেব। ২১ মে-র জন্য তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু শিবশক্তির আলমারিতে সব পুরনো পোশাক। এ-দিকে জন্মদিনে নতুন সাজে সাজতে চান তিনি। কী করলেন শিবশক্তি?

অভিনব উপায় বের করলেন হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী। একটি জিন্স পরলেন নীচে। এক গুচ্ছ ফুল নিয়ে গুঁজে দিলেন জিন্সে। ঢেকে গেল শরীরের উপরের অংশ। তৈরি হল নতুন পোশাক। হলুদ, লাল, বেগুনি এবং কমলায় রংবেরঙের পোশাকে ঝলমলে শিবশক্তি। তার সঙ্গে পরলেন একটি হার।

Advertisement

‘সবকি লড়কি বেবো’ খ্যাত শিবশক্তির এই সাজে মুগ্ধ তারকা-সহ সাধারণ নেটাগরিকরাও। তার প্রমাণ অভিনেত্রীর পোস্টে। যেখানে তিনি লিখেছেন, ‘যখন জন্মদিনে পরার মতো নতুন পোশাক নেই তোমার কাছে’। ইতিমধ্যে সেই পোস্টে লাইক পড়েছে ৩৫ হাজারের কাছাকাছি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement