Shilpa Shirodkar

বলিউডে প্রথম করোনা ভ্যাক্সিন পেলেন শিল্পা শিরোদকর, কেন জানেন?

অভিনেত্রী নম্রতা শিরোদকরের বড় দিদি শিল্পা। ১৯৮৯ সালে ‘ভ্রষ্টাচার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ২০:৫৫
Share:

শিল্পা শিরোদকর।

বলিউড থেকে সর্বপ্রথম করোনা ভাইরাসের ভ্যাক্সিন পেলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর। ইনস্টাগ্রামের মাধ্যমে শিল্পা জানালেন আপাতত তিনি দুবাইতে আছেন এবং সেখানেই ভ্যাক্সিন নিয়েছেন। অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, তাঁর মুখে মাস্ক এবং হাতে ছোট একটি ব্যান্ডেজ আটকানো রয়েছে।

অভিনেত্রী নম্রতা শিরোদকরের বড় দিদি শিল্পা। ১৯৮৯ সালে ‘ভ্রষ্টাচার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। প্রথম ছবিতেই মিঠুন চক্রবর্তী এবং রেখার সঙ্গে অভিনয় করেন শিল্পা। এ ছাড়াও ‘এক মুঠঠি আসমান’, ‘সিলসিলা প্যায়ার কা’-র মতো বিখ্যাত ধারাবাহিকেও কাজ করেছেন তিনি।
তিনি আপাতত শেষ কাজ করেছেন শেখর সুরির ‘গানস অব বেনারস’ ছবিতে। ছবিটি ২০১৪ সালে শ্যুট হলেও ২০২০ সালে রিলিজ করে।

Advertisement

A post shared by Shilpa Shirodkar (@shilpashirodkar73)

আরও পড়ুন: কাছের কাকে হারিয়ে এত মন খারাপ আলিয়ার?

Advertisement

আরও পড়ুন: জন্মদিনের পার্টি, নুসরতের জাহানে এখন মাছ, মিষ্টি অ্যান্ড মোর....​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement