এ বার নতুন ভূমিকায় রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি। অতিমারি আবহেই মুম্বইয়ে নতুন রেস্তোরাঁ শুরু করলেন এই তারকা দম্পতি।
মুম্বইয়ের ওরলিতে অত্যাধুনিক এবং বিলাসবহুল এই রেস্তোরাঁ তাক লাগিয়ে দিচ্ছে রূপসজ্জায়। বিশেষ করে নজর কাড়ছে রেস্তোরাঁর আলোকসজ্জা।
রেস্তোরাঁর নাম রাখা হয়েছে ‘ব্যাস্টিয়ান’। ইতিমধ্যেই অতিথিদের পা পড়েছে রেস্তোরাঁয়।
অভিনেতা আর মাধবন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই রেস্তোরাঁর ছবি। তিনি অভিনন্দন জানিয়েছেন রাজ ও শিল্পাকে।
মাধবনের কথায়, ৮ হাজার বর্গফুটের এই রেস্তোরাঁ হল মুম্বইয়ে ভোজনরসিকদের সেরা ঠিকানা।
মাধবনকেও পাল্টা ধন্যবাদ জানিয়ে রাজ কুন্দ্রা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি অপেক্ষা করছেন কবে মাধবন এবং তাঁর স্ত্রী সরিতাকে স্বাগত জানাবেন এই রেস্তোরাঁয়।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি দেখেই বোঝা যাচ্ছে ‘ব্যাস্টিয়ান’-এর অন্দরসজ্জার বিশেষত্ব। ভল্টেড সিলিং থেকে অনেক দূর নেমে আসা ফ্যান বা আসবাবপত্র। সবকিছুই সাজানো সাদা এবং বেজ রঙের কম্বিনেশনে।
এর আগে শিল্পাও রেস্তোরার একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে তিনি নিজের রেস্তোরাঁয় দাঁড়িয়েছিলেন রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা এবং আরও কয়েক জন বন্ধুর সঙ্গে।
পোস্টে শিল্পা জানান, অতিমারি এবং লকডাউন পর্ব পেরিয়ে গত ৯ মাসে এই প্রথম বাইরে খেলেন তিনি।
ভাল খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করলেন নিজের রেস্তোরাঁয়, জানিয়েছেন শিল্পা।
‘ব্যাস্টিয়ান’-এর খাবার এবং আপ্যায়নের প্রশংসায় পঞ্চমুখ তারকা দম্পতি রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’ সুজা।
রীতেশ আলাদা করে উল্লেখ করেছেন রেস্তোরাঁর নিরামিষ খাবারের কথা। নিজের পোস্টেও ‘ব্যাস্টিয়ান’-এর ভেগান মেনুর কথা বলেছেন এই অভিনেতা।
বড়দিনের আগে শুধু রেস্তোরাঁই নয়। শিল্পা হাজির করেছেন তাঁর নতুন জামাকাপড়ের ব্র্যান্ডও।
নিজের নামের আদ্যক্ষরের সঙ্গে মিলিয়ে শিল্পা তাঁর পোশাকের ব্র্যান্ডের নাম দিয়েছেন ‘ড্রিম এসএস’।
শিল্পা জানিয়েছেন, তাঁর ব্র্যান্ডের পশরায় আধুনিক ফ্যাশনদুরস্ত মহিলাদের জন্য বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানে পরার রকমারি পোশাক থাকবে।
অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে শিল্পা ২০০৯ সালে বিয়ে করেন শিল্পপতি রাজ কুন্দ্রাকে। ৩ বছর পরে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান ভিয়ানের। চলতি বছরের ফেব্রুয়ারিতে সারোগসিতে একটি কন্যাসন্তান লাভ করেছেন রাজ এবং শিল্পা।
সিনেমায় অভিনয় কমিয়ে দিলেও বিয়ের পর শিল্পা পুরোদস্তুর ঘরবন্দি গৃহিণী হয়ে যাননি। রাজ কুন্দ্রার সঙ্গে তিনিও আইপিএল দল ‘রাজস্থান রয়্যালস’-এর অংশীদার।
আগামী সময়ে ‘নিকাম্মা’ এবং ‘হাঙ্গামা টু’-তেও দেখা যাবে শিল্পাকে।