New Series

কলকাতায় বাংলাদেশের আরিফিন শুভ, যোগ দিলেন সৌমিক সেনের নতুন সিরিজ় ‘জ্যাজ় সিটি’তে

খবর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ় বানাচ্ছেন সৌমিক সেন। নায়কের ভূমিকায় আরিফিন। শুটিংয়ে যোগ দিতে তিনি কলকাতায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৪:২১
Share:

কলকাতায় বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। ছবি: সংগৃহীত।

ডিসেম্বরে কলকাতার জন্য চমক! শহরের বুকে গড়ে উঠতে চলেছে জ্যাজ় ক্লাব! ২০-২৫টি টেবিল সাজানো। ১০০-১৫০ জনের বসার আয়োজন। ক্লাবের আবহে সময় সত্তরের দশক! যে সময় পার্ক স্ট্রিটে ‘ক্লাব সংস্কৃতি’র সুবাদে পাশ্চাত্য গানের রমরমা।

Advertisement

কিন্তু সেই আবহ একুশ শতকে কী করে ফিরিয়ে আনা সম্ভব?

খবর, সেই অসম্ভব সম্ভব করতে চলেছেন পরিচালক সৌমিক সেন। তিনি সেটে এক টুকরো পুরনো কলকাতাকে মনের মতো করে বানিয়ে নিচ্ছেন। তার আগে গত সাত দিন ধরে শুটিং চলছে তাঁর নতুন সিরিজ় ‘জ্যা়জ় সিটি’র। এই জন্যই গড়ে উঠবে জ্যাজ় ক্লাব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই সিরিজ়ের পটভূমিকায়। সৌমিকের নতুন সিরিজ়ের খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। সেখানেই নায়কের চরিত্রে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। শুটিংয়ে যোগ দিতে শুক্রবার তিনি পা রেখেছেন কলকাতায়। সিরিজ়টি দেখা যাবে সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মে।

Advertisement

২০২৩-এ সাড়া ফেলে দিয়েছিল সিরিজ় ‘জুবিলি’। সৌমিক সিরিজ়টির সহ-স্রষ্টা। বিক্রম মোতওয়ানের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, রাম কপূর তুলে ধরেছিলেন বলিউডের জন্মকাহিনি। হিমাংশু রায়-দেবিকা রানির উত্থান, সেই সময়ের বিনোদন দুনিয়ার গল্প বুনেছিলেন তিনি। এ বারেও তাঁর সিরিজ়ে নানা চমক। যেমন, আরিফিনের বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। খবর, ইতিমধ্যেই তিনি শুটিং শুরু করে দিয়েছেন। এ ছাড়াও রয়েছেন, টলিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজ়ের শুটিং চলবে। সম্ভবত, বাংলাদেশে সিরিজ়ের কোনও শুটিং হবে না।

ইংরেজি-সহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজ়ে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করতে চলেছেন। মুম্বইয়ের এক জ্যাজ় গায়িকার কণ্ঠ শুনতে পাবেন সবাই। গায়িকা সৌমিকের হাত ধরে প্রথম হিন্দি বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement