এখন কেমন আছেন শাকিব খান? ছবি: ফেসবুক।
গুরুতর আহত শাকিব খান। বাংলাদেশের জনপ্রিয় এই নায়ক ‘বরবাদ’ ছবির শুটিংয়ের কারণে মুম্বইয়ে। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'য় প্রকাশিত খবর অনুযায়ী, সেটেই শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। শুটিং চলাকালীন দরজায় ধাক্কা লেগে ভ্রু-র উপরে কেটে রক্তারক্তি কাণ্ড। তড়িঘড়ি ছবির পরিচালক মেহেদী হাসান তাঁকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ছবির নায়ককে ছেড়ে দেন চিকিৎসক। নায়ককে বিশ্রামে থাকার পরামর্শ দেন তিনি। পরিচালক ও পার বাংলার 'প্রথম আলো'কে জানিয়েছেন, সেই নির্দেশ অমান্য করে আহত অবস্থাতেই রাত ১২টা পর্যন্ত শুটিং করেন শাকিব।
পরিচালকের বক্তব্য অনুযায়ী, কোনও ভাবে ওই আঘাত তাঁর চোখকে ক্ষতিগ্রস্ত করেছে কিনা জানতে সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করানো হয়। ফলাফল সন্তোষজনক দেখে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক। ব্যথা কমানোর ওষুধও দেওয়া হয় তাঁকে। শাকিবের আগামী ছবির শুটিং চলছে ইলোরা স্টুডিয়োয়। হাসপাতাল থেকে সোজা সেখানেই ফেরেন নায়ক। জানান, আঘাত ততটাও গুরুতর নয়। ফলে, শুটিং করতে তাঁর কোনও অসুবিধে নেই। শুধু সেই দিন নয়, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তিনি পরপর টানা শুটিং করছেন।
জানা গিয়েছে, ‘বরবাদ’ ছবির শুটিংয়ের কারণে গত ২২ অক্টোবর ঢাকা ছেড়ে মুম্বইয়ের বিমান ধরেন শাকিব খান। ২৪ অক্টোবর থেকে শুটিং শুরু হয়। প্রথম পর্বের শুটিং ১০ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। সেই সময়সীমা বেড়ে ১৬ নভেম্বর পর্যন্ত শুটিং হবে, জানিয়েছেন পরিচালক। এর পর সাময়িক বিরতি। ডিসেম্বর থেকে শুরু হবে ছবির বাকি অংশের শুটিং। শাকিব-মেহেদীর ‘প্রিয়তমা’ ব্লকবাস্টার হওয়ায় এই ছবিতে ফের জুটি তাঁরা। আগের ছবির মতোই এই ছবিরও নায়িকা টলিউডের ইধিকা পাল।