শেফালি শাহ। - ফাইল ছবি।
বিড়ম্বনার একশেষ। আর ফেসবুকের ওই বার্তা থেকেই ছড়িয়েছিল যত বিভ্রান্তি। সব জল্পনার অবসান ঘটিয়ে শেফালি শাহ ইনস্টাগ্রামে জানালেন তাঁর পরিবারের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নন। সকলেই লকডাউনে সম্পূর্ণ সুস্থ আছেন। শেফালি জানান, ‘‘আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আর কার কী যে উদ্দেশ্য জানি না। এই সময় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বলা হল, আমার পরিবারের সকল করোনা আক্রান্ত! এটা সম্পূর্ণ ভুল! আমরা সবাই ভাল আছি। এই মিথ্যা প্রচার বন্ধ হোক’’
শেফালি অবশ্য জানালেন তাঁর ভক্তরা তাঁকে এই সময় খুব সাহায্য করেছেন। অনেকেই বলেছেন, সোশ্যাল মিডিয়ায় শেফালির ভাষা তাঁরা চেনেন, এটা তাঁর লেখা নয়। কেউ জানিয়েছেন শেফালি যদি কোনও টেকনিক্যাল সাপোর্ট চান তাহলে তারা করতে প্রস্তুত। নেটাগরিকরা যে ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তা দেখে শেফালি সোশ্যাল মিডিয়ায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: ছেলে আর পোষ্যদের নিয়েই কেটে যাচ্ছে প্রিয়ঙ্কার সময়
আরও পড়ুন: এনআরএস-এর আরও ৪৩ জন স্বাস্থ্য কর্মীর রিপোর্ট নেগেটিভ