‘ডান্স প্লাস’-এর সেটে শাহরুখ
অল্প সময়ের জন্য হলেও ভক্তরা নাগালের মধ্যে পেলেন শাহরুখ খানকে। টুইটারে #আস্ক এসআরকে-র সুবিধে নিতে কসুর করেননি অভিনেতার ভক্তরা। বয়ে গিয়েছে প্রশ্নের বন্যা। অধিকাংশেরই আগ্রহ, তাঁর পরবর্তী ছবি নিয়ে। ভক্তদের আশ্বস্ত করে শাহরুখ জানিয়েছেন, সময়মতো তিনি নিজেই জানাবেন। এক ভক্ত জিজ্ঞেস করেছেন, ‘‘বিখ্যাত না হলে তিনি কী করতেন?’’ অভিনেতার বক্তব্য, ‘‘নিজের বাড়িতে যা করি, তাই করতাম। বিখ্যাত হওয়া কোনও কাজ নয়। কাজের বাইপ্রডাক্ট মাত্র।’’
শাহরুখ তাঁর রসবোধের জন্য পরিচিত। একজন তাঁকে কেমিস্ট্রিতে পরামর্শ দেওয়ার জন্য বলেছেন। শাহরুখ তাঁকে ‘ম্যায় হুঁ না’র কেমিস্ট্রি টিচার সুস্মিতা সেনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। অনেকেই সিএএ এবং এনআরসি নিয়ে প্রশ্ন করেছেন। সেই প্রশ্ন শাহরুখ এড়িয়ে গিয়েছেন। এক ভক্তের প্রশ্ন ছিল, ‘‘ঠিক কাজ করার জন্য যদি সমালোচিত হতে হয়, তখন কী করেন?’’ তাঁর জবাব, ‘‘আসলে ‘ঠিক কাজ’ ব্যক্তিগত অনুভূতি। অন্য কারও প্রত্যাশা বা চাহিদা অনুযায়ী তা না-ও হতে পারে। ঘৃণা বা ভালবাসা দিয়ে এর ব্যাখ্যা সম্ভব নয়...’’ সিএএ সংক্রান্ত প্রশ্নের জবাব কি এ ভাবেই দিলেন শাহরুখ?