Sharmila Tagore

নতুন প্রজন্মের অভিনেতাদের আচরণে ক্ষুব্ধ শর্মিলা, কী বললেন বর্ষীয়ান অভিনেত্রী?

গত বছর ‘গুলমোহর’ ওয়েব সিরিজ়ে তাঁর অভিনয় প্রসংশিত হয়। আগামী বছর তাঁর অভিনীত নতুন বাংলা ছবি ‘পুরাতন’ মুক্তি পাওয়ার কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৭
Share:

শর্মিলা ঠাকুর। ছবি: সংগৃহীত।

বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর বেছে অভিনয় করেন। তবে বলিউড সম্পর্কে তিনি খোঁজখবর রাখেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী অভিনেতাদের পারিশ্রমিক বৃদ্ধি প্রসঙ্গে মন্তব্য করেছেন। পাশাপাশি, সমকালীন অভিনেতাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

Advertisement

নতুন প্রজন্মের অভিনেতারা শুটিংয়ের ক্ষেত্রে অনেক সময়েই নিজস্ব টিম নিয়ে সেটে কাজ করেন। যার ফলে অভিনেতাদের খরচ অনেকটাই বেড়ে যায়। শর্মিলা মনে করেন, এর ফলে বাস্তবতা থেকে এখনকার অভিনেতারা অনেকটাই দূরে সরে যান, যা পরোক্ষে তাঁদের কেরিয়ারে ক্ষতি করতে পারে। শর্মিলা বলেন, ‘‘আমি একটা বিজ্ঞাপনের শুটে রূপটান শিল্পীর কাছ থেকে জানতে পেরেছি, এখনকার অভিনেতারা নাকি তাঁদের মেকআপ ভ্যান কতটা বড়, তা নিয়েও প্রতিযোগিতায় নামেন।’’

শর্মিলার মতে, একটা সময় সেটে ভ্যানিটি ভান শিল্পীদের নিরিবিলিতে থাকার জন্য ব্যবহৃত হত। অভিনেত্রীর কথায়, ‘‘সেখানে রান্নাঘর, বৈঠক করার জায়গা— ইত্যাদি থাকলে অভিনয় থেকে অভিনেতা আসলে দূরে সরে যান।’’ শর্মিলার মতে, এই প্রবণতা থেকে সার্বিক ভাবে ব্যয়ভার বৃদ্ধি পায় বলে এক জন অভিনেতাকেও আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করতে হয়।

Advertisement

এর আগে বলিউডে অভিনেতাদের অনৈতিক পারিশ্রমিক বৃদ্ধি প্রসঙ্গে মুখ খুলেছিলেন অনুরাগ কাশ্যপ, কর্ণ জোহর, ফারহা খানের মতো ব্যক্তিত্বেরা। শর্মিলা বলেন, ‘‘আমি যখন ‘আরাধনা’র জন্য পুরস্কৃত হই, তখন নার্গিস এবং ওয়াহিদা রহমান দর্শকাসনে। মঞ্চে গান গেয়েছিলেন কিশোর কুমার। তখন পুরো বিনোদন জগৎ উদ্‌যাপনে শামিল হত।’’ এই প্রসঙ্গেই বর্তমান সময়ের উদাহরণ দিয়েছেন শর্মিলা। তিনি বলেন, ‘‘এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেউ হয়তো দেরিতে আসেন। প্রথম সারির অভিনেতাদের জন্য আলাদা জায়গা থাকে। তার থেকেও বড় বিষয়, এই ধরনের অনুষ্ঠানে কেউ কারও সঙ্গে কথা বলেন না! পুরস্কার না পেলে অনেকে উপস্থিতও হন না।’’

প্রায় ১৩ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করেছেন শর্মিলা, গত বছর ‘গুলমোহর’ ওয়েব সিরিজ়ে তাঁর অভিনয় প্রসংশিত হয়। আগামী বছর তাঁর অভিনীত নতুন বাংলা ছবি ‘পুরাতন’ মুক্তি পাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement