Entertainment News

শরমনের ‘ম্যায় অউর তুম’ দেখল কলকাতা

মরাঠি অভিনেত্রী তেজশ্রী প্রধানের সঙ্গে ‘ম্যায় অউর তুম’ নামের একটি নাটকে অভিনয় করেন শরমন। অন্য রকম প্রেমের গল্প তুলে ধরা হল এই নাটকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৮ ১৬:২৮
Share:

কলকাতার মঞ্চে শরমন।

প্রথাগত নায়ক নন, বরং চরিত্রাভিনেতা হিসেবে তাঁর জনপ্রিয়তা রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন মহলে। তিনি শরমন জোশী। সম্প্রতি কলকাতা দেখল তাঁর মঞ্চ অভিনয়।

Advertisement

গত ১৪ বছর ধরে কলকাতায় থিয়েটার ফেস্টিভ্যালের আয়োজন করছে ভোডাফোন। ১৫তম বছরে দিন কয়েক আগে তাদের ডাকেই কলকাতায় এসেছিলেন শরমন।

মরাঠি অভিনেত্রী তেজশ্রী প্রধানের সঙ্গে ‘ম্যায় অউর তুম’ নামের একটি নাটকে অভিনয় করেন শরমন। অন্য রকম প্রেমের গল্প তুলে ধরা হল এই নাটকে।

Advertisement

আরও পড়ুন, প্রযোজক অনুষ্কাকে নিয়ে কেমন অভিজ্ঞতা বাঙালি পরিচালকের

এই নাটকের মাধ্যমেই নাট্য পরিচালক হিসেবে হাতেখড়ি হল শরমনের। তেজশ্রীরও এটিই প্রথম হিন্দি নাটক। দর্শক মহলের একটা বড় অংশ শরমনের মঞ্চ অভিনয় ফের দেখতে চান শহরে। এ ছাড়াও এই ফেস্টিভ্যালে দেবশঙ্কর হালদার, ব্রাত্য বসু, গৌতম হালদার, সেঁজুতি মুখোপাধ্যায়, রজত গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয় সমৃদ্ধ করেছিল এই থিয়েটার ফেস্টিভ্যালকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement