Rani Rashmoni

সারদামণি আসছেন গদাধরের জীবনে, অত্যাচারী নীলকরের ভূমিকায় জয়জিৎ

এই ধারাবাহিকে অত্যাচারী সাহেব ডোনাল্ডের ভূমিকায় অভিনয় করছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ১৩:২১
Share:

গদাধরের জীবনে পা রাখতে চলেছেন সারদামণি।

পালাবাদল ঘটছে ইতিহাসনির্ভর ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’তেও। গদাধরের নিষ্ঠা, ভক্তির জোরে ভবতারিণী মায়ের মন্দিরের নাম আস্তে আস্তে শহর কলকাতা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে দূরদূরান্তে। গদাধরের মাধ্যমে রানি রাসমণির নামও জানছেন সবাই। এ বার গদাধরের জীবনে পা রাখতে চলেছেন সারদামণি।
মা সারদাকে গদাধর দেখেছিলেন বালিকা অবস্থায়। তখনই তিনি দৈব বলে জেনেছিলেন জয়রামবাটীর এই বালিকা ভবিষ্যতে স্ত্রী রূপে তাঁর সাধন সঙ্গিনী হবেন।

এই ধারাবাহিকে অত্যাচারী সাহেব ডোনাল্ডের ভূমিকায় অভিনয় করছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। লালচে চুল। চোখে ক্রূর দৃষ্টি। পরনে সেই সময়ের সাহেবী পোশাক। মেকআপের আড়ালেও জয়জিতের আসল চেহারা স্পষ্ট। নিজের নতুন লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মজাও করেছেন অভিনেতা, ‘রানি রাসমণি-তে ডোনাল্ড সাহেব (ট্রাম্প নই)।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement