Pori Moni-Shakib Khan

দিন কয়েক আগে জানিয়েছেন, প্রেমে পড়েছেন! শাকিবের সঙ্গে আলিঙ্গনরত পরীমণি, কিসের ইঙ্গিত?

শাকিব খানের সঙ্গে ক্যামেরাবন্দি পরীমণি। আলিঙ্গনরত অবস্থায় আবেগতাড়িত হলেন নায়িকা। তবে কি নতুন কিছুর ইঙ্গিত?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৭:০৯
Share:

(বাঁ দিকে) পরীমণি। শাকিব খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

দু’জনেই বাংলাদেশে বহুলচর্চিত। এক জন ঢালিউড সিনেমার ‘কিং খান’, অন্তত দর্শক তাঁকে এমন আখ্যাই দিয়েছে। তিনি শাকিব খান। অন্য জন ঢালিউডের বিতর্কিত ও চর্চিত অভিনেত্রী পরীমণি। দু’জনের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই দর্শকের। এ বার তাঁরা একসঙ্গে। দিন কয়েক আগে পরীমণি নিজেই জানিয়েছিলেন, প্রেম করছেন তিনি। চলন্ত গাড়ির অন্দরে হাতের উপর অন্য একটি পুরুষের হাতের ছবি দিয়ে প্রেমে পড়ার কথা জানান অভিনেত্রী। যদিও এক দিন বাদে অভিনেত্রী নিজেই জানান, গোটাটাই মজা করছিলেন, আসলে তেমন কিছু না। কিন্তু এ বার শাকিব খানের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন পরীমণি। আবেগতাড়িত হলেন নায়িকা। তবে কি নতুন কিছুর ইঙ্গিত?

Advertisement

বহু বছর আগে ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘ধূমকেতু’ সিনেমায় জুটি বাঁধেন পরীমণি ও শাকিব। এর পর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তবে মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় তাঁদের। সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে দেখা হল। সেই অনুষ্ঠানে বাংলাদেশের বহু তারকাই উপস্থিত ছিলেন। কিন্তু তাঁদের সকলের মধ্যে নজর কাড়েন পরীমণি ও শাকিব। তাঁদের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে পরীমণি গাড়ি থেকে নেমে অনুষ্ঠানকক্ষে প্রবেশ করছেন। এমন সময় শাকিবের সঙ্গে দেখা হয় তাঁর। দেখামাত্রই একে অপরকে আলিঙ্গন করেন।

শাকিব-পরীমণির সাক্ষাৎ। ছবি: সংগৃহীত।

আলিঙ্গনরত অবস্থায় বেশ আবেগতাড়িত দেখাচ্ছিল পরীমণিকে। যে কারণে ভিডিয়োটি দ্রুত ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। তাঁদের একসঙ্গে দেখে অনেকেই আবার দু’জনকে জুটিতে দেখার ইচ্ছেপ্রকাশ করেছেন। তবে আবার কখনও শাকিবের সঙ্গে পরীমণিকে জুটি বাধতে দেখা যাবে কি না, তা সময় বলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement