Shahrukh Khan

বচসার জেরে শাহরুখের খানের ছবির শুটিং বন্ধ

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ‘ওয়র’-খ্যাত পরিচালক সিদ্ধার্থ সেটে কিছু কড়া অনুশাসন মানা পছন্দ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ০১:৩৮
Share:

ফাইল চিত্র।

যশ রাজ ফিল্মসের ব্যানারে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবির সেটে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এক সহকারীর বচসার জেরে এক দিনের জন্য শুটিং বন্ধ রাখতে হল। ইন্ডাস্ট্রি সূত্রে খবর এমনটাই। ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা না হলেও পুরোদমেই শুটিং চলছে মুম্বইয়ে। ছবিতে ভিলেনের চরিত্রে জন আব্রাহাম। দীপিকা পাড়ুকোনও আছেন বলে খবর।

Advertisement


ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ‘ওয়র’-খ্যাত পরিচালক সিদ্ধার্থ সেটে কিছু কড়া অনুশাসন মানা পছন্দ করেন। সেই কারণে তিনি সেটে কারও কাছে ফোন রাখার অনুমতি দেন না। কিন্তু সংশ্লিষ্ট সহকারী তাঁর কথা মানতে রাজি হননি। সেখান থেকেই বিবাদের সূত্রপাত। সেই সহকারী যখন সিদ্ধার্থকে কটু কথা শোনায়, তখন পরিচালক তাঁর মেজাজ ধরে রাখতে পারেননি। তিনি ওই সহকারীকে থাপ্পড় মারেন। পাল্টা পরিচালককেও মারেন ওই সহকারী। পরিস্থিতি এত গম্ভীর হয়ে যায় যে, শুটিং পর্যন্ত বন্ধ রাখতে হয়। পরে ওই সহকারীকে ছবি থেকে বরখাস্ত করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement