Entertainment News

মীরার সঙ্গে শাহিদের ঝগড়া! তার পর…?

২০১৫-র ৭ জুলাই বিয়ে করেছিলেন শাহিদ-মীরা। তাঁদের দুই সন্তান রয়েছে মিশা এবং জৈন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুন ২০১৯ ১৪:৫৫
Share:

শাহিদ এবং মীরা।

শাহিদ কপূর এবং মীরা রাজপুত— বলিউডের জনপ্রিয় দম্পতি। কিন্তু যে কোনও সম্পর্কের মতো তাঁদের সম্পর্কেও খারাপ সময় আসে। আবার তা সামলেও নেন তাঁরা। সম্প্রতি নেহা ধুপিয়ার শো-এ গিয়ে সেই খারাপ সময়ের কথা শেয়ার করেছেন শাহিদ।

Advertisement

শাহিদের কথায়, ‘‘প্রথমত মীরার সঙ্গে ঝগড়া হলে আমি খুব আপসেট হয়ে যাই। আমাদের ঝগড়া খুব কম হয়। কিন্তু ঝগড়া হলে তা ১৫ দিনের আগে মেটে না।’’

২০১৫-র ৭ জুলাই বিয়ে করেছিলেন শাহিদ-মীরা। তাঁদের দুই সন্তান রয়েছে মিশা এবং জৈন। ‘‘যত অভিজ্ঞতা বাড়ে, সম্পর্ক তত মজবুত হয়। ঝগড়া হবেই। কিন্তু সেটা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি’’— শেয়ার করেছেন শাহিদ।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

শাহিদের ‘কবীর সিংহ’ তৈরি। এ ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কিয়ারা আডবাণী। আগামী ২১ জুন মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে দুই সন্তান আর একটু বড় হলে মীরাও শুরু করতে পারেন তাঁর অভিনয়ের কেরিয়ার। আপাতত সংসার নিয়ে ব্যস্ত মীরা।

আরও পড়ুন, যৌন হেনস্থার অভিযোগ থেকে রাজনীতিতে যোগ, ‘অঙ্গুরি ভাবি’ বিতর্কে জড়িয়েছেন বারবার…

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement