Shahid Kapoor

মীরার-শাহিদের সম্বন্ধ করে বিয়ে, কিন্তু নিজে বন্ধুদের এই দিকে পা বাড়াতে মানা করতেন কেন?

এক সময় সম্বন্ধ করে বিয়ের বিরোধী ছিলেন শাহিদ কপূর। নিজের বন্ধুদের নিষেধ করতেন এ ভাবে বিয়ে করতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৮:৪৮
Share:

সম্বন্ধ করে বিয়ের ঘোর বিরোধী ছিলেন শাহিদ কপূর ছবি: সংগৃহীত।

দু’জনের বয়সের ফারাক প্রায় ১৩ বছর। তবে কথায় বলে, প্রেমের ক্ষেত্রে বয়স কখনও বাধা হতে পারে না। তাঁদের ক্ষেত্রে এ কথা যেন সত্যিই প্রযোজ্য। সম্বন্ধ করে ১৩ বছরের ছোট মীরা রাজপুতকে বিয়ে করেন অভিনেতা শাহিদ কপূর। দেখতে দেখতে ৯ বছর সংসার করে ফেললেন। দিল্লির সদ্য কলেজ পাশ করা মেয়েকে বিয়ে করেছিলেন মুম্বইয়ের নায়ক। মায়ানগরীর খ্যাতনামী অভিনেতাকে বিয়ে করে অন্য শহরে আসেন মীরা। যত্ন করে নিজের সংসার সাজিয়েছেন। ৯ বছরে যে আরও গভীর হয়েছে তাঁদের সম্পর্ক, তা বোঝা যায় তাঁদের ইনস্টাগ্রামের পোস্ট দেখলেই। একাধিক প্রেমে ভাঙার পর মীরার মধ্যে খুঁজে পেয়েছেন শান্তি। তবে এক সময় দেখাশোনা করে বিয়ের বিরোধী ছিলেন অভিনেতা। নিজের বন্ধুদের নিষেধ করতেন এ ভাবে বিয়ে করতে।

Advertisement

কেরিয়ারের শুরুতে ‘চকলেট হিরো’র তকমা পেয়েছিলেন শাহিদ কপূর। বরাবরই প্রেমিক কিংবা ভাল ছেলের চরিত্রে দেখা যেতে। বেশ কয়েক বছর আগে সুরজ বরজাতিয়ার পরিচালয় ‘বিবাহ’ ছবিতে অভিনয় করেন। সেখানে অমৃতা রাও ও শাহিদের বিয়ে নিয়ে গোটা ছবির গল্প। তা-ও আবার সম্বন্ধ করে। সেখানে বেশ কিছু সংলাপ শুনে নাকি প্রাথমিক ভাবে হাসাহাসি করতেন। শাহিদের কথায়, ‘‘আমি বড় শহরে মানুষ হয়েছি, মফফ্‌স্বলের লোকেরা যে ভাবে কথা বলেন বিয়ে নিয়ে, ধরণা সেটাই দেখানো হয় ছবিতে। আমি অনেক সংলাপে হাসহাসি করতাম কিন্তু সুরজজি বলেছিলেন আস্থা রাখতে। এই ছবির শুটিং করার পর সকলকে বলতাম সম্বন্ধ করে বিয়ে কর না।’’ যদিও পরবর্তী নিজের কথায় নিজে অনড় থাকতে পারেননি শাহিদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement