Suhana Khan

ক্যামেরার সামনে অন্য রূপ সুহানার! গ্যালারি থেকেই কাকে গালাগালি দিলেন শাহরুখের মেয়ে?

এক সময় ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল শাহরুখ খানের উপরে। এ বার কি সেই একই পরিণতি হতে চলেছে মেয়ে সুহানারও?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১৮:২৫
Share:

সুহানার মুখে অশ্লীল ভাষা, ফের সমালোচনার মুখে শাহরুখ-কন্যা। ছবি: সংগৃহীত।

ফের বিতর্কের মুখে সুহানা খান। এ বার আইপিএলের মাঠে নিজের কীর্তির জন্য চর্চায় শাহরুখ খানের মেয়ে। রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে যায় কলকাতার নাইটরা। আর তাতেই বেজায় হতাশ সুহানা। এমনকি, হতাশার চোটে তাঁর মুখে অশ্লীল ভাষার ফুলঝুরি। এই পুরোটা ধরা পড়েছে ক্যামেরায়। সুহানার সেই গালাগালি দেওয়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু শোরগোল।

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার ঈশান কিষণের আউট হওয়ার মুহূর্তে ওয়াংখেড়ে স্টেডিয়ামের নাইট সমর্থকরা ফেটে পড়েছিলেন উচ্ছ্বাসে। ওই সময়েই আবেগে ভেসে গিয়ে সুহানার মুখ দিয়ে বেরিয়ে যায় গালাগালি। তবে, কাউকে উদ্দেশ্য করে যে কোনও খারাপ কথা বলতে চাননি তিনি, তা বোঝা গিয়েছে ভিডিয়ো দেখেই। তাতেও সমালোচনা থামেনি শাহরুখ-কন্যাকে ঘিরে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়াল ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকের দাবি, ‘‘বাবার পরে এ বার ওয়াংখেড়েতে ঢোকা বন্ধ হবে মেয়েরও।’’ তবে, অনেকে আবার সুহানাকে এতটা আবেগপ্রবণ দেখে খুশিও হয়েছেন। তাঁদের বক্তব্য, ‘‘বাবার মতো মেয়েও নিজের দল আর খেলা নিয়ে একই রকম প্যাশনেট।’’

Advertisement

দিন কয়েক আগেই নিজের প্রথম সাফল্যের স্বাদ পেয়েছেন সুহানা খান। তখনও সমালোচনা পিছু ছাড়েনি বলিউডের ‘বাদশা’র মেয়ের। এখনও পর্যন্ত মুক্তি পায়নি বলিউডে তাঁর প্রথম কাজ। তবে, তার আগেই আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সুহানা। মেয়ের প্রথম আন্তর্জাতিক সাফল্যে গর্বিত বাবা। তবে, সেখানেও ‘স্বজনপোষণ’-এর প্রসঙ্গ টেনে খোঁচা দিতে ছাড়েননি নিন্দকরা। খুব শীঘ্রই জ়োয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ়’ ওয়েব সিরিজ়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখতে চলেছেন সুহানা। বাবার পদাঙ্ক অনুসরণ করে কত দূর এগোন সুহানা, এখন সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement