Shah Rukh Khan

Shah Rukh Khan: কোভিড আক্রান্ত শাহরুখ খান, দ্রুত আরোগ্য কামনা মমতার

একের পর এক তারকা আক্রান্ত হওয়ার খবরে দুশ্চিন্তা বলিপাড়ায়। পার্টিতে গিয়েই কি আক্রান্ত হলেন শাহরুখ? জল্পনা মায়ানগরীতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১৭:৩৩
Share:

কোভিডে আক্রান্ত শাহরুখ খান। সম্প্রতি বলিউডে এক ঝাঁক তারকা করোনা পজিটিভ। তাঁদের মধ্যে রয়েছেন কার্তিক আরিয়ান, ক্যাটরিনা কইফ, আদিত্য রায় কপূরেরা। এই তালিকায় নবতম সংযোজন ‘বাদশা’। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

Advertisement

কিং খানের অসুস্থতার কথা জেনে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকেই। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে মমতা লিখেছেন, ‘সদ্য জানলাম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খান কোভিডে আক্রান্ত হয়েছেন। সুপারস্টারের দ্রুততম আরোগ্য প্রার্থনা করি। সুস্থ হও শাহরুখ! খুব তাড়াতাড়ি ছন্দে ফেরো!’

ইতিমধ্যে বলিউডে শুরু অন্য জল্পনা। কর্ণের জন্মদিনের পার্টিতে গিয়েই কি একঝাঁক তারকা করোনা সংক্রমিত হলেন? রীতিমতো চর্চা শুরু হয়েছে তা নিয়ে। গত ২৫ মে ছিল কর্ণের ৫০তম জন্মদিন। জমজমাট পার্টিতে রীতিমতো তারার হাট বসে যশরাজ স্টুডিয়োর অন্দরে।

Advertisement

বলিপাড়ার খবর, কর্ণের পার্টিতে অতিথি তালিকায় ছিলেন শাহরুখ খান, আমির খান, সলমন খান, সইফ আলি খান, করিনা কপূর, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, তব্বু, টুইঙ্কল খন্না, অনুষ্কা শর্মা, করিশ্মা কপূর, সোনালি বেন্দ্রে, রবিনা ট্যান্ডন, মালাইকা অরোরা, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কপূর-সহ বলিউডের বড়, ছোট, মাঝারি বহু তারকাই। অনেকে এসেছিলেন সপরিবারেও। তার পরেই একে একে বলি তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর। উদ্বেগের ছায়া টিনসেল নগরীতে।

সেই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে ক্রমশ ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ। রবিবার কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য বলছে, দেশ জুড়ে চার হাজারের বেশি বাসিন্দা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু-সহ দেশের পাঁচ রাজ্য। দেশের শহরগুলির মধ্যে মুম্বইয়ের পরিস্থিতি আশঙ্কাজনক। চলতি মাসের প্রথম চার দিনে মুম্বইয়ে কোভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মার্চ মাসের প্রায় দ্বিগুণ।

রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪,২৭০ জনের মধ্যে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়েছে। মহারাষ্ট্রে সক্রিয় রোগীর সংখ্যা ২৪ হাজার ৫২ জন।গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪ হাজার২৭০ জন। পরিসংখ্যান বলছে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement