Shah Rukh Khan

জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে বিশেষ প্রতিজ্ঞা! পরের প্রজন্মের জন্য কী বার্তা শাহরুখের?

দেখা যাচ্ছে, ভারতের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে সেলাম জানাচ্ছেন শাহরুখ। পরনে তাঁর সাদা শার্ট ও চোখে কালো রোদচশমা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৯:১৬
Share:

সাধারণতন্ত্র দিবসে বিশেষ বার্তা শাহরুখের। ছবি: সংগৃহীত।

৭৬তম সাধারণতন্ত্র দিবসে বিশেষ অঙ্গীকার নিলেন শাহরুখ খান। এই দিন বলিউডের বহু তারকাই সমাজমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন। বলিউডের বাদশাহও ভাগ করে নিলেন একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, ভারতের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে সেলাম জানাচ্ছেন শাহরুখ। পরনে তাঁর সাদা শার্ট ও চোখে কালো রোদ চশমা।

Advertisement

এই ছবির সঙ্গেই নতুন প্রজন্মের কথা ভেবে বিশেষ বার্তা দিয়েছেন শাহরুখ। সরাসরি দেশের কোনও বিষয় নিয়ে মুখ না খুললেও ছবির মাধ্যমে নিজের মতামত তুলে ধরেন বাদশাহ। ২০২৩-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জওয়ান’-এ শাহরুখের বিশেষ ‘মোনোলগ’ ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। সেখানে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র নিয়ে স্পষ্ট মত রেখেছিলেন শাহরুখ। যদিও বাস্তবে তিনি এই নিয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু পর্দায় হোক বা বাস্তবে, তাঁর মতামত যে অনুরাগীদের কাছে গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। তাই সাধারণতন্ত্র দিবসেও শাহরুখের এই পোস্ট মুহূর্তে ভাইরাল।

বলি তারকা লিখেছেন, “এই সাধারণতন্ত্র দিবসে, চলুন সকলে একটা প্রতিজ্ঞা করি। পরবর্তী প্রজন্মের জন্য যাতে গর্বের সঙ্গে একটা দেশ রেখে যেতে পারি, সেই প্রতিজ্ঞাই নিজেরা করি। চলুন, সকলে মিলে সংবিধানের মূল্যবোধকে বাঁচিয়ে রাখি এবং গর্বের সঙ্গে মাথা উঁচু করে রাখি। সকলকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ!”

Advertisement

অনুরাগীরা এই বার্তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখকে। তিনি ছাড়াও সাধারণতন্ত্র দিবসে বিশেষ বার্তা দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, আলিয়া ভট্ট, অক্ষয় কুমার, ক্যাটরিনা কইফ, জাহ্নবী কপূর, কর্ণ জোহর, সিদ্ধার্থ মলহোত্র, ভিকি কৌশল, পরিণীতি চোপড়া, অজয় দেবগম, কিয়ারা আডবাণী, অর্জুন কপূর-সহ আরও অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement