KRK slams Hina Khan

প্রচারের আলোয় থাকতে ক্যানসারের ভান করছেন! হঠাৎ হিনার উপর চড়াও কেন কেআরকে?

২০২৪ সালে হিনা জানতে পারেন, তিনি স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৯:০৮
Share:

হিনাকে নিয়ে বিস্ফোরক দাবি। ছবি: সংগৃহীত।

ক্যানসারে আক্রান্ত হওয়ার অজুহাতে নিজের প্রচার করছেন হিনা খান— সম্প্রতি এই দাবি করে বিতর্কে অভিনেতা কমল রশিদ খান তথা কেআরকে। ছোট পর্দার তারকা হিনা। একের পরে এক সফল ধারাবাহিকের জন্য পরিচিত তিনি। এ ছাড়া রিয়্যালিটি শো ‘বিগবস্‌’-এও বিশেষ সাড়া ফেলেছিলেন তিনি। তবে এই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় শারীরিক অসুস্থতা।

Advertisement

২০২৪ সালে হিনা জানতে পারেন, তিনি স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। কী ভাবে ক্যানসারের সঙ্গে তিনি লড়াই করছেন, সেই সমস্ত মুহূর্তও উঠে এসেছে তাঁর সমাজমাধ্যমে। কেমো নেওয়া থেকে ক্যামেরার সামনে মাথা কামিয়ে ফেলা— সব মুহূর্ত ভাগ করে নিয়েছেন হিনা। তবে অসুস্থতার মধ্যেও কাজে খামতি নেই। কাজের ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। অনুরাগীরা তাই অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন।

কিন্তু নিন্দকেরও অভাব নেই। রোজ়লিন খান নামে এক ক্যানসার রোগী হিনাকে নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন। রোজ়লিনের দাবি, হিনা নাকি পুরোটাই ভান করছেন। কেমো নেওয়ার পরে এই ভাবে কেউ ঘুরে বেড়াতে পারেন না। এমনকি ক্যানসার আক্রান্ত অবস্থায় দেশের বাইরেও যাচ্ছেন হিনা। কিন্তু এই অবস্থায় কোনও চিকিৎসকই দেশের বাইরে যাওয়ার অনুমতি দেন না। দাবি রোজ়লিনের। সমর্থন জানিয়েছেন কেআরকে। তাঁরও দাবি, রোজ়লিন যা বলেছেন, তা ঠিক। প্রচারের আলোয় থাকার জন্য হিনা ক্যানসারের আশ্রয় নিয়েছেন। কেআরকে-র কথায়, ‘ক্যানসারের প্রসঙ্গ স্রেফ পাবলিসিটি স্টান্ট’।

Advertisement

কেআরকে বলেছেন, রোজ়লিনও ক্যানসারের তৃতীয় পর্যায় থেকে লড়াই করছেন। তাই কেমোথেরাপির অভিজ্ঞতা তিনি ভালই জানেন। আর এই প্রসঙ্গে রোজ়লিন মিথ্যে বলবেন না বলে বিশ্বাস কমল রশিদ খানের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement