Shah Rukh Khan Aishwarya Rai'

ঐশ্বর্যার ম্যানেজারের গায়ে ভয়াবহ আগুন, ঝুঁকি নিয়ে রক্ষা করলেন শাহরুখ

জানা গিয়েছে, সেদিন পার্টিতে রাত তিনটে বেজে যাওয়ায় অতিথিদের অনেকেই বাড়ি চলে গিয়েছিলেন। অর্চনা কথা বলছিলেন এক পরিচালকের সঙ্গে। সে সময়ই ঘটে বিপদ। শাহরুখ না বাঁচালে সেদিন প্রাণনাশও হতে পারত অর্চনার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ১৭:৫৫
Share:

শাহরুখ-ঐশ্বর্য

রবিবার রাত তিনটে। বচ্চন পরিবারে ধুমধাম করে দীপাবলির অনুষ্ঠান চলছে। সবাই মেতে উঠেছেন আনন্দে। আচমকাই আগুন ধরে যায় ঐশ্বর্য রাই বচ্চনের বহুদিনের ম্যানেজার অর্চনা সদানন্দের পোশাকে।

Advertisement

হঠাৎই ‘হিরো’-র ভূমিকায় অবতীর্ণ হলেন কিং খান। অর্চনাকে বাঁচাতে গায়ের জ্যাকেট খুলে তা পরিয়ে দেন অর্চনার গায়ে শাহরুখের উপস্থিত বুদ্ধিতে এবং সাহসে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন অর্চনা।

এক দৈনিকের তথ্য অনুযায়ী, অর্চনার দেহের ১৫শতাংশ পুড়ে গিয়েছে। বর্তমানে তিনি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন। অর্চনাকে উদ্ধার করতে গিয়ে অল্প জখম হয়েছেন শাহরুখও । তাঁরও হাতের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। তবে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়নি।

Advertisement

আরও পড়ুন-মধ্যরাতে পার্টিতে একসঙ্গে, ভিকি কৌশলকে ডেট করছেন ক্যাটরিনা?

আরও পড়ুন-আদুরে গলায় গায়ত্রী মন্ত্র পড়ল সোহা আলির দু’বছরের মেয়ে!

জানা গিয়েছে, সেদিন পার্টিতে রাত তিনটে বেজে যাওয়ায় অতিথিদের অনেকেই বাড়ি চলে গিয়েছিলেন। অর্চনা কথা বলছিলেন এক পরিচালকের সঙ্গে। সে সময়ই ঘটে বিপদ। শাহরুখ না বাঁচালে সেদিন প্রাণনাশও হতে পারত অর্চনার।

ঝুঁকি ছিল, তা সত্ত্বেও নিজের বিপদকে তোয়াক্কা না করেই এগিয়ে যান শাহরুখ। শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফেও যে তিনি ‘সুপারহিরো’ প্রমাণ মিলল আরও এক বার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement