‘সার্কাস’-এ শাহরুখ খান।
১৯৮৯। ‘সার্কাস’। এই টেলিভিশন ধারাবাহিক শাহরুখ খানের কেরিয়ারে মাইলস্টোন। রবিবার রাত আটটা বাজলেই সে সময় দূরদর্শনের পর্দায় চোখ রাখতেন দর্শক। আজিজ মির্জার পরিচালনায় এই জনপ্রিয় ধারাবাহিকে হাইপাওয়ারের চশমা পরা নতুন একটি মুখ নজর কেড়েছিল সকলের। সেই চেনা মুখই যে ধীরে ধীরে বলিউড বাদশা হয়ে উঠবেন, সেটা আন্দাজ করতে পারেননি অনেকেই। কেউ কেউ আবার নতুন ছেলেটির মধ্যে ভবিষ্যতের সম্ভবনা দেখেছিলেন।
আরও পড়ুন, ভালবাসার মানুষের সঙ্গে ভ্যালেন্টাইনস্ ডে সেলিব্রেট করল আরাধ্যা!
‘সার্কাস’ ফের ফিরেছে। ফিরেছে টিভির পর্দায়। গত ১৯ ফেব্রুয়ারি থেকে ফের ডিডি ন্যাশনাল চ্যানেলে দেখা যাচ্ছে সেই পুরনো শাহরুখকে। সময় একই। রাত আটটা। এ প্রসঙ্গে দূরদর্শনের ডিজি সুপ্রিয়া সাহু বলেছেন ‘‘আমরা আধ ঘণ্টা করে দূরদর্শন আর্কাইভ থেকে জনপ্রিয় কিছু অনুষ্ঠান দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরেই অনুরোধ ছিল। বিশেষত নতুন প্রজন্ম যারা এই সব অনুষ্ঠান তখন দেখতে পায়নি তাদের কথা ভেবেই এই আয়োজন।’’
‘সার্কাস’ ফের ফিরেছে। ফিরেছে টিভির পর্দায়। গত ১৯ ফেব্রুয়ারি থেকে ফের ডিডি ন্যাশনাল চ্যানেলে দেখা যাচ্ছে সেই পুরনো শাহরুখকে। সময় একই। রাত আটটা। এ প্রসঙ্গে দূরদর্শনের ডিজি সুপ্রিয়া সাহু বলেছেন ‘‘আমরা আধ ঘণ্টা করে দূরদর্শন আর্কাইভ থেকে জনপ্রিয় কিছু অনুষ্ঠান দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরেই অনুরোধ ছিল। বিশেষত নতুন প্রজন্ম যারা এই সব অনুষ্ঠান তখন দেখতে পায়নি তাদের কথা ভেবেই এই আয়োজন।’’