Shah Rukh Khan On Abram

স্ত্রী হিন্দু, শাহরুখ মুসলিম, ছোট ছেলের নাম আব্রাম রাখার নেপথ্য কারণ কী?

শাহরুখ অনুরাগীদের অনেকেরই কৌতূহল রয়েছে অভিনেতা তাঁর কনিষ্ঠ পুত্রের নাম কেন আব্রাম রাখলেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৫
Share:

(বাঁ দিক থেকে) শাহরুখ খান, আব্রাম খান, গৌরী খান। ছবি: সংগৃহীত।

দেখতে দেখতে ১১ বছর পার করে ফেলল শাহরুখ-গৌরী খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান। বাবার চোখের মণি, সব সময়ে শাহরুখের সঙ্গেই থাকে ফুটফুটে আদরের একরত্তি। সারোগেসির মাধ্যমে পৃথিবীতে এসেছিল আব্রাম। বেশি বয়সের সন্তান, তবু কোলের ছেলেকে বিশেষ যত্নে বড় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন নায়ক। জানিয়েছিলেন, দেখতে যেমন শান্তশিষ্ট, স্বভাবে মোটেও তেমন লক্ষ্মীটি নয় আব্রাম। বরং তার দৌরাত্ম্য সামলাতেই হিমশিম ন্যানিরা। বড় হয়ে সুন্দর ব্যক্তিত্বের মানুষ হবে আব্রাম— এমনই আশা শাহরুখের। যদিও, শাহরুখ অনুরাগীদের অনেকেরই কৌতূহল রয়েছে তাঁর নাম কেন আব্রাম রাখলেন শাহরুখ।

Advertisement

এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ বিশদে জানিয়েছিলেন, আব্রামের নামের গভীর অর্থ। এতে ইহুদিদের আরাধ্য আব্রাহামও রইলেন, আবার হিন্দুদের রামও। সব মিলিয়ে আব্রাম শাহরুখের জীবনে কতটা বিশেষ, তা তার নামই বলে দেয়। শাহরুখের কথায়, ‘‘ইসলাম ধর্মে হজরত ইব্রাহিম আব্রাহাম নামে পরিচিত। এ ছাড়া জুডাইজ়িমে তাঁকে আব্রাম ডাকা হয়। আমার স্ত্রী হিন্দু ও আমি মুসলিম। সন্তান যাতে ধর্মনিরপেক্ষ একটা পরিবেশে বেড়ে ওঠে, সেটাই চেয়েছি। ছেলের নামের মতো আমাদের বাড়িতেও সকলে ধর্মনিরেপক্ষতায় বিশ্বাসী।’’

এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, “আমার সৌভাগ্য যে, আব্রাম এসেছে আমার জীবনে। প্রকৃতির সন্তান ও, ঈশ্বরের সন্তান। ভীষণ মিষ্টি। আশা রাখি খুব সুন্দর একজন মানুষ হয়ে উঠবে আব্রাম।”

Advertisement

তবে শাহরুখ জানান, ন্যানিরা আব্রামকে নিয়ে নালিশ করেই চলেন। খুব অবাধ্য বাচ্চা সে, তাই বাবা হয়ে নিজেই তাকে বোঝানোর দায়িত্ব নেন। শাহরুখের কথায়, “আব্রাম আমায় জিজ্ঞাসা করেছিল, ‘বাবা আমি কি তোমার সঙ্গে দুষ্টুমি করতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ। তা পারো’।” তবে অভিনেতা নিজেই জানিয়েছেন ছেলের গালের টোল দেখলেই নাকি সব ভুলে যান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement