ছোট ছেলে আব্রামের বিষয়ে শাহরুখ খান একটু বেশিই স্নেহপ্রবণ। ছবি: সংগৃহীত।
বাঙালি বাড়ির শিশুরা নাকি আজকাল আর একটানা বাংলায় কথা বলতে পারে না! অভিযোগ প্রায়ই ওঠে এ রাজ্যে। আর সেই প্রসঙ্গে ভূ-রাজনৈতিক বিশ্লেষণের চুলচেরা হিসাবে আঙুল ওঠে হিন্দি আগ্রাসনের দিকে। বাঙালির মুখের ভাষায় নাকি থাবা বসাচ্ছে হিন্দি! কিন্তু এ কী শোনালেন শাহরুখ খান?
সম্প্রতি শাহরুখ অভিনয় করছেন তাঁর বড় ছেলে আরিয়ান খান এবং ছোট ছেলে আব্রামের সঙ্গে। বাচিক অভিনয়। ‘মুফাসা: দ্য লায়ন কিং’ ছবির হিন্দি সংস্করণের জন্য কণ্ঠদান করছেন খান পরিবারের তিন সদস্য। আরিয়ান অবশ্য এর আগেও এই কাজ করেছেন। এ বার হাতেখড়ি হচ্ছে আব্রামের। আর সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই শাহরুখ বলে ফেললেন, “বছর দশেক আগে যখন আরিয়ান ‘দি ইনক্রেডিবলস’-এর জন্য কণ্ঠদান করেছিল, তখন আশপাশের মানুষজন অনেক বেশি হিন্দি বলতেন। ওর পক্ষে হিন্দি সংলাপ বলা সহজ হয়েছিল।” শাহরুখ বোঝাতে চান আব্রামের ক্ষেত্রে সময় অনেকটা বদলে গিয়েছে। এখনকার শিশুরা আর হিন্দিতে অভ্যস্ত নয়। বরং তারা নিত্য কথোপকথন সারে ইংরিজিতে। তাই কষ্ট করে আব্রামকে হিন্দি বলা অভ্যাস করতে হয়েছে। এগারো বছরের আব্রামকে হিন্দি শিখতে সাহায্য করেছেন তাঁর দিদি সুহানা। তাঁর বয়স এখন ২৪।
শীঘ্রই মুক্তি পাবে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। এ ছবির হিন্দি সংস্করণে ‘লায়ন কিং’য়ের চরিত্রে কণ্ঠদান করছেন শাহরুখ খান। ‘সিম্বা’র গলায় আরিয়ান এবং ‘মুফাসা’ (শাবক)-এর চরিত্রে কণ্ঠদান করেছে আব্রাম। মঙ্গলবার এই ছবির কাজের অভিজ্ঞতা নিয়ে ইনস্টাগ্রামে এক ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেই শাহরুখ তাঁর ভাল লাগার কথা শুনিয়েছেন।
অভিনেতা শাহরুখকে ছাপিয়ে উঠেছে বাবার আবেগ। শাহরুখ বলেন, “আগের বার যখন আরিয়ানের সঙ্গে কাজ করছিলাম, তখনকার সঙ্গে এখনকার বিস্তর ফারাক। আমি দেখেছি ওরা দু’জনেই খুব ছোট বয়সে খুব ধৈর্য ধরে কাজটা করেছে।” শাহরুখ জানিয়েছেন, তাঁর দুই ছেলেই নিয়মিত হিন্দি সংলাপ মুখস্থ করে বাচনভঙ্গি অভ্যাস করেছে। আর এখানেই বোধ হয় তিনি ছোট ছেলেকে একটু এগিয়ে রাখতে চান। শাহরুখ বলেন, “১০-১৫ বছর পেরিয়ে গিয়েছে। এখন মানুষ ইংরিজি ভাষাতেই বেশি অভ্যস্ত। আমি খুশি যে আব্রাম এই কাজটার জন্য দারুণ পরিশ্রম করেছে। ২০-২৫টি হিন্দি সংলাপ আব্রাম ওর দিদির সঙ্গে বসে অভ্যাস করেছে। সুতরাং বলাই যায়, এই কাজটার সঙ্গে গোটা পরিবার জড়িয়ে রয়েছে।”
শাহরুখের কথায় উঠে এসেছে তাঁর ছেলেদের কণ্ঠস্বরের প্রশংসা। তিনি মনে করেন আব্রামের স্বর খুবই নরম। তবে এই স্বর বদলাবে, জানেন বাবা। তিনি বলেন, “আরিয়ানের ছোটবেলার রেকর্ডিং এক রকম। আর আজকে যখন আমি আরিয়ানের গলা শুনি, আমার অন্য রকম মনে হয়। আমার মনে হয়, আজ থেকে ৮-১০ বছর পরে আব্রামের কণ্ঠস্বরেও এই পরিবর্তন আসবে। একটি ছবিতে আমার সঙ্গে আরিয়ান, আব্রামের শিশু বয়সের কণ্ঠস্বর সংরক্ষিত হয়ে থাকবে, এটা আমার কাছে দারুণ স্মৃতি। এটা একটা স্মারক।”
‘মুফাসা: দ্য লায়ন কিং’ ছবিটি পরিচালনা করছেন ব্যারি জেনকিনস। এটি মূলত একটি ‘প্রিকুয়েল’। ‘সিম্বা’র বাবা ‘মুফাসা’কে খুঁজে বার করার কাহিনি। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।