শাহরুখ খান। ছবি: সংগৃহীত।
প্রতি বছর ১ নভেম্বর রাত ১২টা বাজার আগেই ভিড় জমে শাহরুখ খানের বাড়ি মন্নতের সামনে। মাঝরাতে মন্নতের ছাদ থেকে দর্শন দেন বলিউডের বাদশাহ। ওই একটা মুহূর্তের জন্য দেশ বিদেশ থেকে মন্নতের সামনে জড়ো হন অনুরাগীরা। কিন্তু এ বার সেই ধারা ছিন্ন হল। বহু বছরের রীতি ভাঙলেন তিনি। বদলে তাঁর বাড়ি মোড়া রইল কড়া পুলিশি নিরাপত্তায়।
গোটা দিন কেটে গেল। কিন্তু একবারও ভক্তদের দর্শন দিলেন না শাহরুখ। এমনকি মন্নতের আশপাশে বেশি ভিড়ও জমতে দেয়নি মুম্বই পুলিশ। শনিবার, ২ নভেম্বর রাত পর্যন্ত মন্নত ঘেরা ছিল পুলিশি নিরাপত্তায়। কর্মরত নিরাপত্তারক্ষী ও পুলিশদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি শাহরুখ। নির্দিষ্ট সময় তাঁদের কাছে পৌঁছে দিয়েছেন খাবারের বাক্স। সেই ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ভাইরাল। বিষয়টি বেশ পছন্দ হয়েছে নেটাগরিকের। আরও একবার তাঁরা শাহরুখকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
গত বছর আব্রামকে সঙ্গে নিয়ে মধ্যরাতে ভক্তদের সামনে এসেছিলেন শাহরুখ। দু’হাত মেলে ধরেছিলেন অসংখ্য অনুরাগীর সামনে। কিন্তু এ বার ব্যতিক্রম। তার উপর কড়াকড়ি। মনে করা হচ্ছে, নিরাপত্তার কারণেই এ বার এই সিদ্ধান্ত শাহরুখের। লরেন্স বিশ্নোইদের থেকে একের পর এক হুমকি পেয়েছেন সলমন খান। সলমন ঘনিষ্ঠ বলেই খুন হয়েছেন বাবা সিদ্দিকি। সেই জন্যই কি এ বার অধরা শাহরুখ? প্রশ্ন উঠছে।
শনিবার সন্ধে বেলা অবশ্য স্ত্রী গৌরী খানের সমাজমাধ্যমে দেখা মেলে শাহরুখের। ছবিতে দেখা যাচ্ছে মধ্যমণি হয়ে কেক কাটছেন তিনি। পাশে গৌরী ও কন্যা সুহানা খান। গৌরীর পোস্টেই স্পষ্ট হয়, শনিবার রাতে পরিবারের সঙ্গেই ছিলেন বলিউডের বাদশাহ। পরে অবশ্য শাহরুখের দেখা মিলেছে বাল গন্ধর্ব রঙ্গ মন্দিরে। মুম্বইয়ের এই নাট্যশালায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শাহরুখ ভক্তদের নানা প্রশ্নের উত্তরও দেন।