Shah Rukh Khan Birthday

এই প্রথম অনুরাগীদের থেকে দূরে! ৫৯ তম জন্মদিনে মন্নতের ছাদে কেন দেখা দিলেন না শাহরুখ?

ছাদে উঠে অনুরাগীদের সঙ্গে জন্মদিনে দেখা করেন। কিন্তু যেন তাল কাটল এ বার। বেলা গড়িয়ে গেলে দেখা মিলল না শাহরুখের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৩:২৯
Share:

শাহরুখ খান। গ্রাফিক : আনন্দবাজার অনলাইন।

শাহরুখ খানের ৫৯ তম জন্মদিন। প্রতিবারের মতোই ১ নভেম্বর মধ্যরাত থেকেই মন্নতের সামনে অনুরাগীদের ভিড়। ৩১ অক্টোবর থেকেই সেজে উঠেছে মন্নত। দীপাবলির আলোয় সাজানো হয়েছে শাহরুখের সাধের বাড়ির। তবে সকলেই অপেক্ষায় ছিলেন একজনের। তিনি শাহরুখ। বাড়ির ছাদে উঠে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন বাদশা, এটা প্রায় রেওয়াজের মতো হয়ে গিয়েছে তাঁর জন্মদিনে। নিজের বিখ্যাত পোজ়-এ দু’হাত বাড়িয়ে দাঁড়াবেন। উড়িয়ে দেবেন চুম্বন ভক্তদের উদ্দেশে। মোটামুটি রাতের দিকেই ছাদে উঠে অনুরাগীদের সঙ্গে দেখা করেন। কিন্তু যেন তাল কাটল এ বার। বেলা গড়িয়ে গেলে দেখা মিলল না শাহরুখের।

Advertisement

গত বছর মধ্যরাতে চোখে চশমা মাথায় টুপি কালো শার্ট ও প্যান্ট পরে প্রকাশ্যে আসেন শাহরুখ। হাত নাড়ে অনুরাগীদের উদ্দেশে। ২০২২ সালে ছেলে আরিয়ান খান জেল থেকে ছাড়া পাওয়ার পর ছিল অভিনেতার জন্মদিন। অনেকেই ভেবেছিলেন হয়তো এ বার দেখা দেবেন না তিনি। কিন্তু সে বার তিনি ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে ছাদে উঠেছিলেন। এ বছর বেশ কয়েক বার বাড়ির বাইরে কনভয় করে বেড়াতে দেখা গিয়েছে শাহরুখকে। এক বার তাঁর গন্তব্য ছিল রানি মুখোপাধ্যায়ের দিওয়ালি পার্টি। শোনা গিয়েছে, মেয়ে সুহানা এ বার নাকি বাবার জন্য বিশেষ আয়োজন করেছেন। সেই কারণেও মায়ানগরীর রাস্তায় বার কয়েক দেখা গিয়েছে শাহরুখের রোলস্ রোয়েস গাড়িটি। তবে মুখ দেখা যায়নি। আসলে গত বেশ কয়েক বছর ধরেই শাহরুখের গাড়ির বসার আসন থাকে কালো কাপড়ে ঢাকা। কিন্তু অনুরাগীদের অপেক্ষা শেষ হয়নি এখনও। সময়ও আছে হাতে। তবে অনেকেই মনে করছেন হয়তো নিরাপত্তার কারণেই এ বার আড়ালে বাদশা। এমনিতেই সলমন খানকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। গত মাসে দশেরাতেই বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সেই সময়ও শাহরুখকে দেখা যায়নি সেখানে। তবে কি এ বছরটা আড়ালেই থাকবেন শাহরুখ! নাকি দেখা দেবেন নিজস্ব ভঙ্গিতে! অপেক্ষায় ২ নভেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement