Shah Rukh Khan

‘কে শাহরুখ?’ অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই তাঁকে মধ্যরাতে ফোন ‘অচেনা’ খানের

শাহরুখ খানকে চেনেন না, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অসমের মুখ্যমন্ত্রী। মধ্যরাতে ফোন ‘অচেনা’ খানের। টুইটে জানালেন হিমন্ত বিশ্বশর্মা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১১:৫৫
Share:

শাহরুখকে চেনন না অসমের মুখ্যমন্ত্রী, মধ্যরাতে ফোন ‘অচেনা’ খানের। ছবি: সংগৃহীত।

‘পাঠান’-এর ‘বেশরম রং’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক। দেশের বিজেপি অধ্যুষিত রাজ্যগুলিতে এই গানটিকে নিয়ে নিন্দার ঝড় ওঠে। ছবি বয়কটের ডাক দেন বিজেপির নেতা মন্ত্রীরা। তবে দেশজুড়ে ‘পাঠান’ নিয়ে উন্মাদনা যত বেড়েছে, ততই ধীরে ধীরে অস্তাচলে বিতর্ক। কিন্তু সম্প্রতি অসমের গুয়াহাটির নারাঙ্গ এলাকার এক হলে ভাঙচুর চালায় বজরং দল। দাবি কোনও মতেই দেখানো যাবে না ‘পাঠান’। এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য, ‘‘কে শাহরুখ খান! চিনি না।’’ মধ্যরাতে ফোন করে উদ্বেগ প্রকাশ করলেন শাহরুখ।

Advertisement

সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে হিমন্ত বলেন, ‘‘আমি শাহরুখ খান কিংবা ওঁর ছবি সম্পর্কে কিছুই জানি না। যদিও সমস্যায় পড়লে বলিউডের অনেকেই ফোন করেন আমাকে। শাহরুখ খান কোনও দিনও ফোন করেননি। যদি ফোন করেন, ভেবে দেখব।’’ এ হেন মন্তব্যের পর হিমন্ত বিশ্বশর্মাকে ফোন করেন শাহরুখ। এ কথা টুইট করে জানান অসমের মুখ্যমন্ত্রী।

হিমন্ত টুইটে লেখেন, ‘‘রাত দুটো নাগাদ বলিউড তারকা শাহরুখ খান আমাকে ফোন করেন। গুয়াহাটির ঘটনায় তিনি তাঁর উদ্বেগের কথা জানান আমাকে। আপাতত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’ শুধু অসম নয়, ‘পাঠান’ বিতর্কে উত্তপ্ত গুজরাত। ছবির পোস্টার পুড়িয়ে দেওয়া থেকে আমদাবাদের শপিং মলে বিক্ষোভ— ‘পাঠান’ মুক্তির বিরুদ্ধে বার বার রাস্তায় নেমেছে বজরং দল। বিক্ষোভের কারণ সেই ‘বেশরম রং’ গানে দীপিকার গেরুয়া বিকিনি। অভিনেত্রীর পোশাকের রং নিয়ে প্রতিবাদ জানায় বজরং দল। সেন্সর বোর্ড ছাড়পত্র দিলেও ছবি মুক্তির বিরোধিতায় এখনও অনড় বজরং দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement