Shah Rukh Khan

‘বাড়িতে কেউ তো অ্যাওয়ার্ড পাচ্ছে’, কেন বললেন শাহরুখ?

টানা দু’বছর বিরতির পর ‘পাঠান’ ছবির মাধ্যমে ফের কামব্যাক করতে চলেছেন শাহরুখ। শ্যুটিং শুরু হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ২০:৫৯
Share:

শাহরুখ খান।

শাহরুখ শুধু রোম্যান্সেরই ‘কিং’ নন। রসিকতাতেও তাঁর জুড়ি মেলা ভার। তারই ঝলক আরও এক বার মিলল অভিনেতার টুইটারের পাতায়।

Advertisement

স্ত্রী গৌরী খান সম্প্রতি আর্কিটেকচারাল ডাইজেস্টের একটি পুরস্কার জিতেছেন। আপ্লুত গৌরী টুইটারে সেই খুশির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে লেখেন, ‘এডি ১০০-র তালিকায় থাকতে পেরে খুবই আনন্দিত বোধ করছি।’

শাহরুখ তাঁর এই টুইটটিকে নিজের হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, ‘যাক বাড়িতে কেউ তো অন্তত অ্যাওয়ার্ড পাচ্ছে!!!’

Advertisement

দীর্ঘ দিন বড় পর্দা থেকে দূরে শাহরুখ। ২০১৮-য় আনন্দ এল রাইয়ের ‘জিরো’-তে আপাতত শেষ দেখা গিয়েছে তাঁকে। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। তার আগেও ২০১৭ সালে ইমতিয়াজ আলির ‘হ্যারি মেট সেজল’-এর ভাঁড়ারও বিশেষ উপচে পড়েনি।

তাই কি স্বভাবসিদ্ধ রসিকতার সুরেই স্ত্রীর সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানালেন শাহরুখ?

টানা দু’বছর বিরতির পর ‘পাঠান’ ছবির মাধ্যমে ফের কামব্যাক করতে চলেছেন শাহরুখ। শ্যুটিং শুরু হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে গুঞ্জন, ইতিমধ্যেই ছবির কাজ শুরু করে দিয়েছেন শাহরুখ। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। জানা যাচ্ছে, অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে এটি। প্রযোজনায় থাকছে যশরাজ ফিল্মস।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত পরিচালক দেবীদাস ভট্টাচার্য, অবস্থা সংকটে

বার্ধক্যের ছবি শেয়ার করলেন কোভিড পজিটিভ বরুণ ধবন​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement