Shah Rukh Khan

Shah Rukh Khan: মুম্বই পুলিশের ‘উমং’ অনুষ্ঠানে বাইক চালিয়ে রাজকীয় প্রবেশ শাহরুখ খানের!

মুম্বই পুলিশের ‘উমং’ অনুষ্ঠানে এ বছর বিশেষ আয়োজন। মঞ্চ মাতালেন শেহনাজ। বাইক নিয়ে উন্মাদনার পারদ চড়ালেন শাহরুখ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ১৮:২৭
Share:

উৎসবে উন্মাদনার পারদ চড়ালেন শাহরুখ খান।

রবিবার অনুষ্ঠিত হল মুম্বই শহর পুলিশের বাৎসরিক উৎসব ‘উমং’। ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আসরে তারাদেরও হাট বসেছিল যেন। উপস্থিত ছিলেন বলিউড তারকা থেকে শুরু করে সরকারি আধিকারিক ও বিশিষ্টজনেরা।

Advertisement

তার মধ্যে হঠাৎই হইচই। আসছেন শাহরুখ খান! নিরাপত্তারক্ষীরা দৌড়ে গেলেন। অতঃপর সাদা শার্ট, কালো প্যান্ট পরে বাইকে চেপে রাজকীয় প্রবেশ 'বাদশা'-র।

প্যাপারাৎজিরাও ক্যামেরা নিয়ে তৈরি ছিলেন। বিভিন্ন কোণ থেকে শাহরুখের এই মুহূর্ত ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়লেন তাঁরা। নায়ক যেন পর্দা ফুঁড়ে হঠাৎ মাটিতে নেমে এসেছেন। আসলে 'কল হো না হো'-র নায়ক জানেন, অগণিত মানুষের হৃদয় জয় করার কৌশল তাঁর নখদর্পণে।

Advertisement

লাল গালিচা বেয়ে বাইক চালিয়ে অনুষ্ঠানস্থলে চলে এলেন শাহরুখ। সেই দেখে আপ্লুত উপস্থিত সকলেই। ভিডিয়োটিও নিমেষে ছড়িয়ে পড়ে চারিদিকে। দেখে ধন্য ধন্য করছেন অনুরাগীরা। এ বার অপেক্ষা 'ডন ৩'-এর। সেই ছবির কোনও চরিত্রেই কি চরিত্রে ঢুকে পড়েছেন নায়ক?

‘উমং’-আসরে এদিন উপস্থিত ছিলেন বিগ বস তারকা শেহেনাজ গিল। যাঁর নৃত্যশৈলী নিমেষে সাড়া ফেলে দেয় মঞ্চে। ছিলেন অভিনেতা ফারহান আখতার থেকে শুরু করে অক্ষয় কুমার সহ আরও অনেকেই। ‘খিলাড়ি’ অক্ষয়কে ঘিরে মহিলা পুলিশ বাহিনীর উৎসাহ ফেটে পড়ছিল যেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement