Shah Rukh Khan

Shah Rukh Khan: চোখে-মুখে জড়ানো ব্যান্ডেজ, আহত কিং খান

চোখ-নাকের চারিদিকে রক্তের দাগ। টেবিল জুড়ে সারি সারি বন্দুক। ক্ষতবিক্ষত অবস্থায় দেখা দিলেন কিং খান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৬:২৩
Share:

সামনে এল ‘জওয়ান’-এর প্রথম ঝলক।

হাত, গলা, কপাল মোড়া ব্যান্ডেজে। চোখ-নাকের চারিদিকে রক্তের দাগ। টেবিল জুড়ে সারি সারি বন্দুক। সামনে এল ‘জওয়ান’-এর প্রথম ঝলক। চার বছরের দীর্ঘ প্রতীক্ষা। ‘বাদশা’-কে এক ঝলক দেখার অপেক্ষায় ছিল দর্শক। শুক্রবারের সকালে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটল। অ্যাকশন হিরো লুকে ভক্তদের কাছে ধরা দিলেন শাহরুখ। ‘ফ্যান’-এ শেষ বার পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তেমন ভাবে সাফল্যের মুখ দেখেনি সেই ছবি। কিছুটা হলেও আশাহত হয়েছিলেন কিং খানের ভক্তরা।

Advertisement

তারপর অনেকগুলো বছর পার। মাঝে নায়কের জীবন দিয়েও গিয়েছে বহু ঝড়। ছেলে আরিয়ানের মাদককাণ্ডের ঘটনার জেরে নিজেকে একপ্রকার প্রচারের আলো থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন অভিনেতা। অবশেষে আরিয়ানকে ‘ক্লিনচিট’ দিয়েছে আদালত। বাবা শাহরুখও তাই এখন অনেকটা নিশ্চিন্ত। ফিরছেন চেনা ছন্দে। ‘পাঠান’-এর কথা তো ইতিমধ্যেই জেনে ফেলেছেন সকলে। আর এ বার তামিল পরিচালক আতলি কুমারের সৌজন্যে দর্শকরা পেতে চলেছেন নতুন জুটি। শাহরুখ খান এবং নয়নতারা। ‘জওয়ান’-এর হাত ধরে বলিউডে পা রাখছেন নয়নতারা। ২০২৩-এর শুরুতেই আসবে কিং খানের ‘পাঠান’, তারপরই মুক্তি পাবে ‘জওয়ান।’ এ ছাড়াও শাহরুখের ঝুলিতে রয়েছে রাজকুমার হিরানীর নতুন ছবি। এক কথায় বলা যেতে পারে আগামি বছর শাহরুখ ভক্তদের জন্য আসতে চলেছে একের পর এক চমক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement