বর্ষার ছুটিতে কী করলেন রণবীর?

বলি-তারকাদের ছুটি কাটানোর পছন্দের ঠিকানা নির্জন কোনও দ্বীপ বা বিদেশের কোনও ঝাঁ চকচকে শহর। কিন্তু এ সব কিছুই করলেন না তিনি। বর‌ং ছক ভেঙে এক্কেবারে উল্টো রাস্তায় হাঁটলেন রণবীর কপূর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুম্বই শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ১৮:১৯
Share:

বলি-তারকাদের ছুটি কাটানোর পছন্দের ঠিকানা নির্জন কোনও দ্বীপ বা বিদেশের কোনও ঝাঁ চকচকে শহর। কিন্তু এ সব কিছুই করলেন না তিনি। বর‌ং ছক ভেঙে এক্কেবারে উল্টো রাস্তায় হাঁটলেন রণবীর কপূর।

Advertisement

এই মুহূর্তে কিছুটা ছুটির আমেজেই রয়েছেন মিস্টার কপূর। আর সেই ছুটি তিনি উপভোগ করলেন ঝাড়খণ্ডের ‘ইয়ুওয়া’র মেয়েদের সঙ্গে। এমনিতেই ফুটবলপ্রেমী হিসাবে পরিচিত রণবীর। বেশ কিছু সেলিব্রিটি চ্যারিটি ফুটবল ম্যাচেও হামেশাই দেখা যায় তাঁকে। আর এ বার ঝাড়খণ্ডের এক ঝাঁক পিছিয়ে পড়া ফুটবল প্লেয়ারের পাশে দাঁড়ালেন ‘তামাশা’র নায়ক।

বাল্য বিবাহ, দারিদ্র, সাংসারিক অশান্তির আঁচ থেকে মেয়েদের বাঁচাতে ২০০৯ সালে ঝাড়খণ্ডে এই মেয়েদের ফুটবল টিম তৈরি হয়েছিল। এই মুহূর্তে ৬০০ জন সদস্য নিয়ে ‘ইয়ুওয়া’ ভারতের বৃহত্তম ফুটবল টিমগুলোর মধ্যে একটি। তবে শুধু তাই নয়, এ বার দেশ ছেড়ে সুদূর স্পেনের মাটিতে ‘দোনস্তি কাপ’ খেলতে যাচ্ছেন ‘ইয়ুওয়া’র ১৬ জন লড়াকু কিশোরী। রণবীর বলেছেন, ‘‘আমি তোমাদেরই ফ্যান’’। পাশাপাশি তাঁদের সঙ্গে স্পেনে আসারও আশ্বাস দিয়েছেন নায়ক।

Advertisement

দেখুন সেই ভিডিও

আরও পড়ুন: পণ ভেঙে ছশো’টি সিগারেট খেলেন জন আব্রাহাম!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement