Satish Kaushik

করোনা আক্রান্ত সতীশ কৌশিক, নিজের বাড়িতেই নিভৃতবাসে

বছর ৬৪-র অভিনেতার অতিমারীতে আক্রান্ত হওয়ার খবর জানাজানি হতেই নড়ে বসেছে বলিউড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ১১:৫৩
Share:

সতীশ কৌশিক।

করোনায় আক্রান্ত বলিউডের প্রবীণ অভিনেতা সতীশ কৌশিক। বুধবার কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ আসতেই নেট মাধ্যমে সেই খবর জানান তিনি। পাশাপাশি, তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদেরও করোনা টেস্ট করার অনুরোধ জানান। খবর, আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

Advertisement

বছর ৬৪-র অভিনেতার অতিমারীতে আক্রান্ত হওয়ার খবর জানাজানি হতেই নড়ে বসেছে বলিউড। অনুপম খের, তুষার কপূর, অনুপ সোনি, হংসল মেহতা, কুশন নন্দী সহ একাধিক তারকা দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাঁকে। অভিনেতার কথায়, ‘আমি করোনা পজিটিভ। নিজেকে স্বেচ্ছ্বাবন্দি করেছি নিজের বাড়িতে। আন্তরিক অনুরোধ, আমার কাছাকাছি যাঁরা এসেছিলেন তাঁরাও পরীক্ষা করিয়ে নিন’।

সূত্রের খবর, ইতিমধ্যেই কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে মহারাষ্ট্রে। যার আঁচ এসে পৌছেছে বলিউডেও। নীতু কপূর, রণবীর কপূর, আশিস বিদ্যার্থী, গওহর খান সহ একাধিক তারকা আক্রান্ত এই পর্যায়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement