Kangana Ranaut

কঙ্গনার ছবিতে শাশ্বত

চরিত্রটি কঙ্গনার মেন্টরের। এই ছবির জন্য বিশেষ ধরনের শারীরিক কসরতের প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ০০:৪১
Share:

শাশ্বত এবং কঙ্গনা।

শাশ্বত চট্টোপাধ্যায়ের বলিউডের সফর অব্যাহত। কঙ্গনা রানাউত অভিনীত ‘ধাকড়’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। পরিচালক রজনীশ ঘাই। শোনা যাচ্ছে, চরিত্রটি কঙ্গনার মেন্টরের। এই ছবির জন্য বিশেষ ধরনের শারীরিক কসরতের প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী। তাঁর মেন্টরের চরিত্রে শাশ্বতকেও কসরত করতে দেখা যাবে বলে আশা করা যায়। আজ মধ্যপ্রদেশের ইনদওরে পৌঁছে গিয়েছেন অভিনেতা। এর পরে ভোপালেও একটি শিডিউলের শুট রয়েছে। কলকাতায় ফিরবেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

Advertisement

শাশ্বত অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ছিল মুকেশ ছাবরার ‘দিল বেচারা’। বিদ্যা বালন, রণবীর কপূর, সুশান্ত সিংহ রাজপুতের পরে শাশ্বত কাজ করতে চলেছেন কঙ্গনার সঙ্গে। নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে এটি নতুন পালক যোগ করবে। ‘ধাকড়’ মুক্তি পাবে এ বছর অক্টোবরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement