SAREGAMAPA

মঞ্চের আলোআঁধারিতে ‘নয়ন সরসী কেন’, তবলায় শ্রীকান্ত আর মিকা!

অনুষ্ঠান শেষের নিজেদের জলসা। ক্যামেরার আড়ালের চর্চা। পরিবেশে আন্দাজ মেলে। কিন্তু, ক্যামেরাকে কি শেষমেশ ফাঁকি দেওয়া যায়!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ২৩:২০
Share:

মিকা সিংহ, অমিত কুমার ও শ্রীকান্ত আচার্য্য।

মঞ্চে পড়ে আছে লাল হলুদ কাগজের কুঁচি। কোনও প্রতিযোগী গোল্ডেন গিটার পেলে এই কাগজগুলোই ছিটকে বেরিয়ে আসে স্টেজের চারপাশ থেকে। ঝলমল করে আলোয়। কিন্তু, আপাতত মঞ্চ কিছুটা আলোআঁধারি। ঝাড়বাতির আলো স্তিমিত। স্টেজের মাঝখানে জ্বলছে গোলাপি রঙের একটা বাতি। আর ভেসে আসছে গান। ‘...নয়ন সরসী কেন... ভরেছে জলে..’

Advertisement

অবিকল কিশোরকুমারেরই গলা মনে হয় হঠাৎ করে। অবশ্যই তিনি নন, মঞ্চে বসে অমিতকুমার। হাতে মাইক ধরে চোখ বুজে গাইছেন। উল্টোদিকে একজোড়া তবলিয়া। শ্রীকান্ত আচার্য আর মিকা সিংহ। পাশাপাশি বসে অমিতকুমারের গানে তবলা বাজাচ্ছেন দু’জনেই।

অনুষ্ঠানের ফাঁকে নিজেদের জলসা। ক্যামেরার আড়ালে চর্চা। পরিবেশে আন্দাজ মেলে। কিন্তু, ক্যামেরাকে কি শেষমেশ ফাঁকি দেওয়া যায়! দেখা গেল সারেগামাপা-র মঞ্চের এই জলসা মোবাইলে রেকর্ড করছেন আকৃতি কক্কর। আর এই পুরো ঘটনাটা দেখা যাচ্ছে যাঁর মোবাইলে তিনি ইমন চক্রবর্তী। সারেগামাপা-গানের প্রতিযোগিতার গুরু। ইনস্টাগ্রামে এই জলসার ভিডিয়ো দিয়ে ইমন লিখেছেন, ‘দেখুন এখানে কী কী দেখার সৌভাগ্য হয় আমাদের, ধন্যবাদ জি বাংলাকে এমন সুযোগ দেওয়ার জন্য।' তবে এই জলসা চাক্ষুষ করতে পারবেন দর্শকরাও। আগামী ১৭ জানুয়ারি দেখা যাবে বিশেষ পর্বটি।

Advertisement

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)

আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় রণ-লিয়া, বাড়ি খুঁজছেন? ওমা, তাই নাকি!

আরও পড়ুন: বোনকে ব্যবহার করে ছুড়ে ফেলেছে আগের প্রেমিকরা, দাবি রাখি সবন্তের ভাইয়ের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement