Coolie no. 1. Varun Dhawan

সারাকে একটি ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলতে বলেন বরুণ

সারা-বরুণের ‘কুলি নম্বর ১’-এর প্রথম ঝলক সামনে আসার পরেই তা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ১৩:২২
Share:

সারা এবং বরুণ।

সারার একটি ছবি একেবারেই মনে ধরেনি তাঁর নায়ক বরুণের!

শুধু তাই নয়, সারাকে রীতিমতো ইনস্টাগ্রাম থেকে সেই ছবি মুছে ফেলার কথাও বললেন তিনি।

কিন্তু কোন ছবি বরুণের এত না-পসন্দ?

সমুদ্রসৈকতে সাদা রঙের টি-শার্ট এবং ডেনিম শর্টস পরে দাঁড়িয়ে সারা। ঠোঁটে নীল রঙের লিপস্টিক। নবাব-কন্যার এই সাজ একেবারেই মনে ধরেনি ডেভিড-পুত্রের। তাই সেটি সরিয়ে ফেলার আদেশ জারি করেন তিনি।

এই সব হাঁড়ির খবর ফাঁস হল তাঁদের একসঙ্গে ছবি করার দৌলতে। সম্প্রতি ‘কুলি নম্বর ১’-এর প্রমোশনের জন্য একটি ইভেন্টে গিয়ে সারা নিজেই ফাঁস করলেন এই কথা। প্রথমে নায়ক এবং নায়িকা একে অপরের ফ্যাশন সেন্স নিয়ে তারিফেই বুঁদ ছিলেন। তারপর হঠাৎই সারা সামনে নিয়ে আসেন তাঁদের এই ছোট্ট ‘সিক্রেট’।

Advertisement

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

সারা-বরুণের ‘কুলি নম্বর ১’-এর প্রথম ঝলক সামনে আসার পরেই তা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আর থেকে থেকেই ২৫ বছর আগে গোবিন্দ-করিশ্মা অভিনীত ‘কুলি নম্বর ১’ ছবির সঙ্গেও তুলনা টেনে আনা হয় বার বার। তবে নায়ক-নায়িকা দু’জনেই তাঁদের ছবিকে ‘রিমেক’ বলতে নারাজ। তাঁরা দাবি করছেন, এই ছবির সঙ্গে পুরানো ছবির কোনও মিল পাওয়া যাবে না।

Advertisement

আরও পড়ুন: ডিম্পলের জন্য নোলানের এই উপহারে গর্বিত অক্ষয়

বড়দিনে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সারা-বরুণের ‘কুলি নম্বর ১’। এই ছবি নয়ের দশকের নস্টালজিয়া ফেরাবে না নতুন কিছু সামনে আনবে, সেই উত্তর মিলবে আর কিছুদিনের মধ্যেই। তবে রিল লাইফের বাইরেও সারা-বরুণের রসায়ন কিছু কম নয়, তা এতদিনে বলাই বাহুল্য!

আরও পড়ুন: ‘নেতাজি’ এ বার লোকগীতি শিল্পী, মাটির গানে মন ভরাতে আসছেন শহরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement