Bollywood

শূন্যে ভাসমান সারা আলি খান, দেখুন অভিনেত্রীর যোগাসনের ভিডিয়ো

একের পর এক ছবিতে মলদ্বীপ সফরের টুকিটাকি ধরা পড়ছে আর ভরে উঠছে তাঁর ইনস্টাগ্রাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১৩:২৩
Share:

অভিনেত্রী সারা আলি খান ইনস্টাগ্রাম

কেবল একটি কাপড়ের দড়ির ধরে পেন্ডুলামের মতো দুললেন তিনি এ-দিক থেকে ও-দিক। মলদ্বীপে বেড়াতে গিয়ে নিখুঁত ‘এরিয়াল যোগাসন’-এ মগ্ন অভিনেত্রী সারা আলি খান।

Advertisement

এরিয়াল ফর্মে ঘরের বা মঞ্চের ছাদ থেকে একটি ঝুলন্ত কিছুর সাহায্যে শূন্যে ভাসিয়ে দেওয়া হয় শরীর। এই ভিডিয়োয় দেখা যাচ্ছে অভিনেত্রী ঝুলন্ত কাপড়ের দড়িকেই নিজের দোলনা বানালেন। তলপেটে ভর দিয়ে উপুড় হয়ে শুয়ে পড়লেন দড়ির উপর।

মলদ্বীপে ঘুরতে গিয়েছেন সারা আলি খান। সঙ্গে তাঁর ভাই হবু-অভিনেতা ইব্রাহিম খান ও মা অভিনেত্রী অমৃতা সিংহ।

Advertisement

একের পর এক ছবিতে মলদ্বীপ সফরের টুকিটাকি ধরা পড়ছে আর ভরে উঠছে তাঁর ইনস্টাগ্রাম। কোথাও সারার একার ছবি। কোথাও বা ত্রয়ীর ছবি। মা-মেয়ের রসায়ন থেকে শুরু করে নিজের ও ভাইয়ের ‘হট’ ছবি পোস্ট করছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement