Sara Ali Khan

ভাইকে এখনও আগলে রেখেছেন সইফ-কন্যা! সারার ইব্রাহিম-উদ্ধার ভিডিয়ো নিয়ে চলছে চর্চা

মা অমৃতা সিংহ এবং ভাই ইব্রাহিমকে নিয়ে সিনেমা হলে গিয়েছিলেন সারা। উপলক্ষ তাঁরই অভিনীত নতুন ছবি ‘জ়রা হটকে জ়রা বাঁচকে’র স্ক্রিনিং। কী হল তার পর?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৩ ১৮:৪৭
Share:

কী ভাবে ইব্রাহিমকে আগলে রাখেন সারা? ছবি: সংগৃহীত।

ছ’বছরের বড় দিদি তিনি। ভাইকে চোখে হারান। সারা ক্ষণ আগলে আগলেও রাখেন। ভাইও খুব দিদি ন্যাওটা। সারা আলি খানের সঙ্গে তাঁর ভাই ইব্রাহিম আলি খানের সম্পর্ক এমনই। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া দিদি-ভাইয়ের এক ছবি ঘিরেও জোরদার চর্চা।

Advertisement

মা অমৃতা সিংহ এবং ভাই ইব্রাহিমকে নিয়ে সিনেমা হলে গিয়েছিলেন সারা। উপলক্ষ, তাঁরই অভিনীত নতুন ছবি ‘জ়রা হটকে জ়রা বাঁচকে’র স্ক্রিনিং। সাধারণ দর্শকের সঙ্গে বসেই ছবি দেখলেন তারকা পরিবারের সদস্যেরা। ছবি দেখে বেরোনোর পরেই আলোকচিত্রীরা ঘিরে ধরলেন তাঁদের। হইহল্লা, আলোর ঝলকানির মধ্যে ইব্রাহিমকে এক রকম আড়াল করার চেষ্টা করছিলেন সারা।

তা সত্ত্বেও এমন ভাবে আলোকচিত্রীরা ছেঁকে ধরেছিলেন যে, গাড়িতে উঠতেই পারছিলেন না ইব্রাহিম। ত্রাতার ভূমিকায় দেখা গেল দিদি সারাকেই। ভাইকে আগলে, ভিড় হটিয়ে, তাঁকে গাড়িতে উঠতে সাহায্য করলেন সারা। নাম ধরে ডাকছিলেন ভাইয়ের। দরজা খুলে দিলেন নিজেই। পিছনে বসলেন ভাই । তার পর সামনের দরজা খুলে চালকের পাশের আসনে বসলেন সারা। তাঁর চোখেমুখে অবশ্য তখন বিরক্তির লেশমাত্র নেই। যেন বেশ কৌতুক অনুভব করেছেন তিনি।

Advertisement

পাপারাৎজ়ির হাত থেকে নিস্তার চাইছিলেন ইব্রাহিমও। তাঁকে বলতে শোনা গেল, “আমাকে যাওয়ার জায়গা দিন, আপনারা শুধু দিদিরই ছবি তুলুন।”

শেষমেশ, হাঁপ ছেড়ে বাঁচলেন ভাইবোন। ইব্রাহিমের সঙ্গে সারার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। কেউ প্রশংসায় পঞ্চমুখ। কেউ আবার হেসেই অস্থির ভাইবোনের কাণ্ড দেখে। ইদানীং চরম ব্যস্ততা যাচ্ছে সারার। ভিকি কৌশল এবং তাঁর অভিনীত ‘জ়রা হটকে জ়রা বাঁচকে’ ছবিটি মুক্তি পেয়েছে ২ জুন। দর্শকের মন ছুঁয়ে গিয়েছেন সারা। অন্য দিকে, ইব্রাহিমও প্রস্তুত হচ্ছেন বলিউডে আত্মপ্রকাশের জন্য। তাঁর সহ-পরিচালনায় প্রথম ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ শীঘ্রই আসছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement