Sanjhbati

দেব-পাওলি খুনসুটি আর গভীর রাতে রুক্মিণী...

পার্টিতে হাজির বনি-কৌশানী। একটু রাতের দিকে এলেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় আর শৈবাল বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ১৭:২৪
Share:

‘সাঁঝবাতি’ ছবির একটি দৃশ্যে পাওলি ও দেব।

সাঁঝবাতি’র সাকসেস পার্টি। চলছে দেব-পাওলির খুনসুটি। খোশমেজাজে দেব। ডায়েটে আছেন তাই খাবার খাচ্ছেন না কিছুই।

Advertisement

লিলি চক্রবর্তীকে সঙ্গে নিয়ে নায়ক-নায়িকা ও প্রযোজক কেট কাটলেন।

আবার কি আসবে চাঁদু আর ফুলি? ‘সাঁঝবাতি’র সাফল্যের পর দায়িত্ব বেড়ে গিয়েছে। এ বার ‘সাঁঝবাতি’র চেয়েও আরও ভাল কিছু কাজ আমার দর্শকদের জন্য করে দেখাব,’ জানালেন দেব।
পার্টিতে হাজির বনি-কৌশানী। একটু রাতের দিকে এলেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় আর শৈবাল বন্দ্যোপাধ্যায়।
সামনের ডিসেম্বরে আবার কি দেব-অতনু-পাওলি-লীনা-শৈবাল— এই কম্বিনেশনে ছবি হচ্ছে?

Advertisement

আরও পড়ুন: জুন-সৃজিতের পর এ বার বিয়ের পিঁড়িতে দেব! পোস্ট করলেন বিয়ের কার্ড

‘‘ইচ্ছে আছে একসঙ্গে আবার কাজ করার। আপনারাই চাঁদু আর ফুলিকে পছন্দ করেছেন। দর্শক চাইলে আবার চাঁদু আর ফুলি আসবে।’’ দক্ষিণী শাড়ি আর ঝুমকো আর ছোট্ট টিপের সাজে একরাশ হাসি নিয়ে বললেন পাওলি।
পার্টির রাত গভীর হলেও তাঁর কেন দেখা নেই? কানাঘুষো, সকলের মুখে তখন একটাই কথা, ‘রুক্মিণী কই?’
শীতের গভীর রাতে অবশেষে তিনি এলেন! টপ নট। সাদা উলেন আর ব্লু জিন্সে রুক্মিণী মৈত্র।
সাঁঝবাতির আলো বড় হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement