Sanjay Dutt

Sanjay Dutt: রিহ্যাব থেকে বেরোনোর পর সবাই ডাকত ‘চরসি’! আর এখন? অকপট সঞ্জয় দত্ত

‘চরসি’ থেকে ‌‘বডি বিল্ডার’, মানুষের ডাক কী ভাবে পাল্টে যায়, মনে করিয়ে দিলেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ১৬:৫৩
Share:

সঞ্জয় দত্ত

‘রকি’ থেকে ‘কেজিএফ-২’— অভিনয় জগতে সাফল্যের চূড়োয় দাঁড়িয়ে আছেন সঞ্জয় দত্ত। তবে উপর থেকে নীচে ফেলে আসা জীবনটা কেমন দেখায়, তা কিন্তু ভোলেননি অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, একটা সময়ে তিনি খুব নেশা করতেন। মাদক নিয়ে ঘোরের মধ্যে কথা বলে যেতেন। তখন তাঁর মনে হতো খুবই ‘কুল’ বা যুগোপযুগী এই আচরণ।

সঞ্জয় হাসতে হাসতে অকপট বলেন, ‘‘আসলে নারীদের সান্নিধ্য পাওয়াটাই তখন বড় কথা ছিল। ইচ্ছে করত নারী পরিবৃত হয়ে থাকতে।’’ তাই তাঁর ধারণা হয়েছিল মাদক সেবন করলে ‘জাতে ওঠা যায়’, মেয়েদেরও পাত্তা পাওয়া যায়। যে ভাবনা থেকে দীর্ঘ দশ বছর উশৃঙ্খল জীবন যাপন করেছেন ‘অধীরা’। সেখান থেকে ফিরে আসা সহজ ছিল না।

Advertisement

সঞ্জয়ের দাবি— কী পেয়েছেন আর কী পাননি, তার হিসেব মেলানোর চেয়ে উচিত, অতীতের সেই সময়টাকে স্বীকার করে নেওয়া। তিনি যে ভুল করছেন, একটা সময়ে নিজেই বুঝেছিলেন। বুঝেছিলেন, মাদকের নেশা থেকে বেরোতেই হবে।

নেশা মুক্তির জন্য দীর্ঘ দিন রিহ্যাবে ছিলেন সঞ্জয়। অভিনেতার দাবি, সেখান থেকে বেরিয়ে আসার পরে সবাই তাঁকে দুয়ো দিত, বলত ‘‘ওই যে চরসি!’’ সে সব কানে না তুলে কঠোর শরীরচর্চা শুরু করেন ‘মুন্নাভাই’। নিজের নেশাগ্রস্ত ভাঙাচোরা চেহারা একেবারে বদলে ফেলে পেশীবহুল হয়ে তবেই ছেড়েছেন। তার পরে আর ফিরে তাকাতে হয়নি। সবাই প্রশংসা করে বলেছে, ‘‘কী চেহারা বানিয়েছ গুরু!’’

Advertisement

মাদকে মোড়া দিনগুলো আজ অতীত। নিজেই এখন উদাহরণ হয়ে উঠেছেন বর্ষীয়ান অভিনেতা। সাক্ষাৎকারে অনুরাগীদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘জীবন এমনই। কিন্তু জীবন একটাই। ঠিক ভাবে হিসেব করে চলতে হবে।’’

ইতিমধ্যেই সঞ্জয়ের নতুন ছবি, প্রশান্ত নীলের ‘কেজিএফ-২’ শোরগোল ফেলেছে বক্স অফিসে। ‘অধীরা’র চরিত্রে ব্যতিক্রমী সঞ্জয়কে পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা। এর পরে তাঁকে দেখা যাবে অক্ষয় কুমার অভিনীত ‘পৃথ্বীরাজ’-এও। সে ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন মানুষী চিল্লার, সাক্ষী তনওয়ার এবং সোনু সুদ। সামনে আবার ‘শমশেরা’ও রয়েছে। ছবিতে সঞ্জয়ের সঙ্গেই পর্দায় দেখা যাবে বাণী কপূর এবং রণবীর কপূরকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement