শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সঞ্জয় দত্ত

ঠিক কী কারণে তাঁর শ্বাসকষ্ট তা এখনও জানা যায়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২০ ২৩:৫০
Share:

সঞ্জয় দত্ত।

গুরুতর অসুস্থ অবস্থায়অভিনেতা সঞ্জয় দত্তকে শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এ দিন সন্ধে থেকেই প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকেরা তাঁর করোনা টেস্ট করেন। টেস্ট নেগেটিভ আসে। কিন্তু ঠিক কী কারণে তাঁর শ্বাসকষ্ট তা এখনও জানা যায়নি। চিকিৎসকরা এই ব্যাপারে কোনও কথা বলেননি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকেও সঞ্জয়ের স্বাস্থ্যের বিষয়ে করোনা পরীক্ষার রিপোর্টের বাইরে কিছু জানা যায়নি।

Advertisement

আরও পড়ুন- হিয়ার জীবনে উজান এল, অনামিকার জীবনে কে?


বি টাউনে ‘সড়ক ২’-তে সঞ্জয়ের অভিনয় নিয়ে সম্প্রতি বেশ চর্চা হচ্ছে। মহেশ ভট্টের প্রযোজনায় এই ছবি অনলাইনে রিলিজ হবে। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই সিনেমা। বেশ কিছু দিনের ব্যবধানে ছবিতে ফিরছেন সঞ্জয়।স্বভাবতই প্রতীক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement