Yash Dasgupta

‘হট যশদার প্রেমে হাবুডুবু খাই, কিন্তু পদ্ম দিলে নেব না’! বিরহী স্যান্ডি সাহার আক্ষেপ

স্যান্ডি জানালেন, ‘‘অভিনয় করতে পারে না, সেটা মেনে নিয়েই আমি যশদাকে ভালবেসেছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২২
Share:

যশ দাশগুপ্ত ও স্যান্ডি সাহা

‘‘যা পারেননি মিমি-নুসরত, তা করে দেখিয়েছি আমি!’’ দাবি স্যান্ডি সাহার। কী এমন করেছেন ‘রোডিজ’ খ্যাত স্যান্ডি? অভিনেতা যশ দাশগুপ্তকে হাসিয়েছিলেন তিনি। যা অন্য কোনও নায়িকা পারেননি, তা একমাত্র তিনিই পেরেছিলেন বলে দাবি স্যান্ডির।

Advertisement

কলকাতার বিখ্যাত ইউটিউবার স্যান্ডি সাহা। ‘এমটিভি’-র জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রোডিজ’ মাতিয়ে এসেছিলেন তিনি। কিছু দিন আগে যশ দাশগুপ্তর একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘এ বার দেখা হলে গোলাপ ফুলের বদলে কি পদ্মফুল দেবে’? তাঁর এই কমেন্টে এখনও পর্যন্ত ১৮০ জন লাইক করেছেন। এর পরেই তাঁর সঙ্গে যোগাযোগ করল আনন্দবাজার ডিজিটাল।

শিল্পীর কথায়, ‘‘যশদাকে দেখলে আমার বুকের ভেতরটা হু হু করে ওঠে। কিন্তু কেন যে তিনি পদ্মফুলের দলে গেলেন কে জানে। কী আর করব। তা বলে কি প্রেম কমে যায় নাকি! ভালবেসে যাব। তবে হ্যাঁ, যদি গোমূত্র খাওয়ার কথা বলেন বা গরুর দুধে সোনা পাওয়া যায় বলে দাবি করেন, তখন আর চেষ্টা করেও আমার এই প্রেম ধরে রাখতে পারব না। ফসকে যাবে। আর পদ্মফুল দিলে বড়ই কষ্ট পাব আমি। নেব না।’’

Advertisement

কিন্তু মিমি চক্রবর্তী বা নুসরত জাহান কোনও দিন যশকে হাসাতে পারেননি? স্যান্ডি বললেন, ‘‘ওমা! যশদার তো একটাই মুখভঙ্গি। কোনও বদল হয় নাকি? তা প্রেম হোক, দুঃখ হোক, রাগ হোক বা ভয়...। কোনও দিন কেউ তাঁকে হাসাতে পেরেছেন বলে আমার তো মনে হয় না। অভিনয় না পারলেও আমি ভালবাসি তাঁকে।’’ ‘এসওএস কলকাতা’ ছবির প্রচারের স্যান্ডির ইউটিউব চ্যানেলে দেখা দিয়েছিলেন যশ দাশগুপ্ত। আর সেখানেই যশকে হাসিয়েছিলেন স্যান্ডি। তাই স্যান্ডি আশায় রয়েছেন এখনও। জানালেন ‘‘নুসরতদি তো তাঁকে বিজেপিতে যাওয়া থেকে আটকাতে পারলেন না। কিন্তু আমার ধারণা, আমি যদি চেষ্টা করি, যশদা তবে পুরোপুরি গেরুয়া হবেন না।’’

যশ দাশগুপ্তর চোখ দু’টির প্রেমে পাগল স্যান্ডি। ‘ডেট’-এর পরিকল্পনা করছিলেন মাত্র। আচমকা ঘটনাবলীতে তাঁর মন যায় ভেঙে। ভাবতে পারেননি তাঁর ‘ক্রাশ’ গেরুয়া শিবিরে যোগ দেবেন। স্যান্ডি জানালেন, ‘‘বিজেপি-র সঙ্গে যুক্ত কিছু মানুষের মানসিকতা দেখে ভীষণ অশিক্ষিত মনে হয়। তাই দুঃখ পেয়েছি একটু।’’

স্যান্ডির কথায়, ‘‘যশদার পরপরই দেখলাম হিরণ চক্রবর্তীও যোগ দিয়েছেন ওই শিবিরে। আসলে আমার মনে হয়, তাঁরা বুঝে গিয়েছেন যে দর্শক আর তাঁদের ছবি দেখবে না। যদি যশদার কথা ছেড়েও দিই, হিরণ তো জন্ম-ফ্লপ। তাঁকে দেখে বড্ড দয়া হয় আমার। বুঝলাম, সুযোগ পেতেই বিজেপিতে যোগ দিয়ে দিলেন চট জলদি।’’

কী ভাবে দুই মানুষের মিলন হবে তবে? যে ভাবে ‘বিশেষ বন্ধু’ যশ ও নুসরত একে অপরের সঙ্গে বোঝাপড়া চালাবেন, স্যান্ডিও কি সেই পথ অবলম্বন করবেন? নাহ, সেটা নিয়ে এখনই কিছু ভাবেননি স্যান্ডি। বিরহ কাটলে তবে ভেবে দেখবেন বলে জানালেন শিল্পী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement