সন্দীপের ক্যামেরায় এ বার প্রফেসর শঙ্কু

কলকাতার রজনী সেন রোড থেকে কি ক্যামেরা সরে যাচ্ছে গিরিডির দিকে? প্রফেসর শঙ্কুর কাণ্ড-কারখানা পর্দায় দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনা হয় প্রায়শই। এ বার হয়ত তার অবসান হতে চলেছে। সম্প্রতি সন্দীপ রায় জানিয়েছেন, শঙ্কু-কাহিনি নিয়ে ছবি করার ইচ্ছে তাঁর অনেক দিনের। কিন্তু শঙ্কু-কাহিনির মতো সায়েন্স-ফ্যান্টাসিকে স্ক্রিনে তুলে আনতে হলে দরকার অনেক টাকা আর বিশাল ক্যানভাস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০০:০০
Share:

কলকাতার রজনী সেন রোড থেকে কি ক্যামেরা সরে যাচ্ছে গিরিডির দিকে?

Advertisement

প্রফেসর শঙ্কুর কাণ্ড-কারখানা পর্দায় দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনা হয় প্রায়শই। এ বার হয়ত তার অবসান হতে চলেছে। সম্প্রতি সন্দীপ রায় জানিয়েছেন, শঙ্কু-কাহিনি নিয়ে ছবি করার ইচ্ছে তাঁর অনেক দিনের। কিন্তু শঙ্কু-কাহিনির মতো সায়েন্স-ফ্যান্টাসিকে স্ক্রিনে তুলে আনতে হলে দরকার অনেক টাকা আর বিশাল ক্যানভাস। শঙ্কু-কাহিনির চিত্রায়ন নিয়ে অনেক দিন ধরেই ভাবছেন তিনি। গিরিডি-প্রবাসী বিজ্ঞানী প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ভূমিকায় তিনি ধৃতিমান চট্টোপাধ্যায়ের কথা ভেবেছেন। ধৃতিমানের মধ্যে একই সঙ্গে রয়েছে শঙ্কু-সুলভ ধারালো অথচ মোলায়েম সফেস্টিকেশন। তার উপর ধৃতিমানের ইংরেজি উচ্চারণ, পাণ্ডিত্য আর মেধার ব্যাপারটাও রয়েছে। শঙ্কু-কাহিনির চরিত্রগুলির অনেকেই আন্তর্জাতিক। সুতরাং, ছবিতে বাংলা এবং ইংরেজি— দুটো ভাষাই ব্যবহার করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement