Sandeep Reddy Vanga

‘অ্যানিম্যাল’-এর ‘নিন্দা’য় আরও খাপ্পা, ‘অশিক্ষিত’ সমালোচকদের চিনে নির্বাসনের নিদান বঙ্গার

গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অ্যানিম্যাল’। তার পর থেকে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ঘিরে বিতর্কের সূত্রপাত। ছবিতে উগ্র পৌরুষের উদ্‌যাপন করেছেন বঙ্গা, অভিযোগ সমালোচকদের একটা বড় অংশের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৬
Share:

সন্দীপ রেড্ডি বঙ্গা। ছবি: সংগৃহীত।

চলতি মাসের প্রথম দিন মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গার বহু প্রতীক্ষিত ছবি ‘অ্যানিম্যাল’। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিস ব্যবসার দিক থেকে প্রায় অপ্রতিরোধ্য রণবীর কপূর অভিনীত ওই ছবি। তবে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ‘অ্যানিম্যাল’-এর কপালে জুটেছে দেদার বিতর্কও। ছবিতে উগ্র পৌরুষ, নারীবিদ্বেষের উদ্‌যাপন দেখিয়েছেন বঙ্গা, দাবি সমালোচকদের একটা বড় অংশের। নিজের ছবির এমন সমালোচনা শুনতে একেবারেই রাজি নন পরিচালক বঙ্গা। প্রথম থেকেই তাই সমালোচকদের রীতিমতো একহাত নিয়েছেন তিনি। শুধু তাই-ই নয়, সমালোচকদের প্রতি বিরূপ মন্তব্য করতেও পিছপা হননি বঙ্গা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ দেশের সিনে-সমালোচকদের ‘অশিক্ষিত’ আখ্যা দিলেন ‘অ্যানিম্যাল’-এর পরিচালক!

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে বঙ্গা দাবি করেন, দেশের বেশির ভাগ সিনেমা-সমালোচকই নাকি আদপে অশিক্ষিত। কোনও সিনেমার সমালোচনা কী ভাবে করতে হয়, তা সম্পর্কে নাকি কোনও জ্ঞানই নেই তাঁদের। বঙ্গার কথায়, ‘‘আমার মনে হয় সব সিনেমা সমালোচকদের চিনে চলে যাওয়া উচিত। চিনে তো ইংরেজি টিউটরের ভীষণ চাহিদা। আর এই সমালোচকেরা নতুন নতুন ইংরেজি শব্দ ছাড়া সমালোচনায় আর কিছুই বলতে পারেন না। তাঁদের চিনে গিয়ে বরং ইংরেজি শেখানো উচিত।’’ বঙ্গা আরও বলেন, ‘‘আমি ‘কবীর সিংহ’-এর পরে কত বার বোঝানোর চেষ্টা করেছি। এই সমালোচকেরা সিনেমাকে সিনেমার মতো করে দেখতেই পারেন না। একই বিষয় নিয়ে কাটাছেঁড়া করেই যান। আমি বুঝে গিয়েছি, আমার সব ছবি নিয়েই তাঁরা এমন সমালোচনাই করবেন। আমি জানি, ‘স্পিরিট’, ‘অ্যানিম্যাল পার্ক’-এর ক্ষেত্রে এই ধরনের সমালোচনা আরও বাড়বে।’’

নিজের ছবি নিয়ে সমালোচনা যে একেবারেই সহ্য করতে পারেন না বঙ্গা, তার প্রমাণ পাওয়া গিয়েছিল ‘কবীর সিংহ’ মুক্তি পাওয়ার পরেই। আগেও একাধিক সাক্ষাৎকারে সমালোচকদের তুচ্ছতাচ্ছিল্য করেছেন বঙ্গা। শুধু তাই-ই নয়, তাঁদের হেয় করেও মন্তব্য করতে ছাড়েননি তিনি। ‘কবীর সিংহ’-এর পরে ‘অ্যানিম্যাল’-এর ক্ষেত্রেও সেই ধারাই বজায় রাখলেন বঙ্গা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement