Samadarshi Dutta

নির্দেশনায় হাতেখড়ি সমদর্শীর

চারটি ছোট গল্প নিয়ে এই ছবি, যার যোগসূত্র লকডাউন। প্রথম গল্পটি রাহুল বন্দ্যোপাধ্যায় ও বাসবদত্তা চট্টোপাধ্যায়কে নিয়ে।

Advertisement
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ০১:৫১
Share:

বাসবদত্তা ও রাহুল

এবার পরিচালক হিসেবে ডেবিউ করলেন অভিনেতা সমদর্শী দত্ত। তাঁর ছবির নাম ‘চার দেওয়ালের গল্প’। ‘‘পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করার পরেই ছবি তৈরির ইচ্ছে ছিল। লকডাউনে তা পরিণতি পেল। করোনাভাইরাসের জেরে লকডাউন, এবং সেই অবস্থায় মানুষের বদলে যাওয়া জীবনের কথা বলবে এই ছবি। আমার মতো করে বাংলায় নতুন কিছু দেওয়ার চেষ্টা থেকেই শুরু করেছি ছবিটি,’’ বললেন সমদর্শী। চারটি ছোট গল্প নিয়ে এই ছবি, যার যোগসূত্র লকডাউন। প্রথম গল্পটি রাহুল বন্দ্যোপাধ্যায় ও বাসবদত্তা চট্টোপাধ্যায়কে নিয়ে। রাহুলের কথায়, ‘‘ লকডাউনে আটকে পড়া এক দম্পতির চরিত্রে অভিনয় করলেও, আমার চরিত্রটি একেবারেই আদর্শ স্বামীর নয়।’’ আবার এই ছবিতে ‘এই আকাশে আমার মুক্তি’ গানে প্রথম বার প্লেব্যাক করেছেন বাসবদত্তা। অন্য একটি গল্পে আছেন সমদর্শী নিজে ও অমৃতা চট্টোপাধ্যায়। ‘‘পরিচালক সমদর্শী ছবিটি বানাতে প্রচুর হোমওয়ার্ক করেছেন,’’ বললেন অমৃতা। দু’টি গল্পের শুটিং শেষ হলেও, বাকি গল্পের কাস্টিং চূড়ান্ত হয়নি এখনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement