salman khan

Salmam Khan: ‘গুরু’র কী কষ্ট! ছবি দেখে হাতে কাচের বোতল ভেঙে রক্তারক্তি সলমন-ভক্তের

ছবিতে সলমন খানের কষ্ট সইতে পারেননি। নিজেকেই আঘাত করে বসেন অভিনেতার অন্ধ ভক্ত! ‘গুরু’র মতো রক্তাক্ত করেন নিজেকেও।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৯:৪৮
Share:

সলমন খান

কেউ ছ’শো কিলোমিটার সাইকেল চালিয়ে প্রিয় তারকাকে চোখের দেখা দেখতে হাজির হন। কেউ বা পা দিয়েই এঁকে ফেলেন ‘গুরু’র ছবি। ‘ভাইজান’-এর এমন ভক্তের সংখ্যাটা নেহাত কম নয়। কিন্তু ভরা প্রেক্ষাগৃহে প্রিয় তারকার কষ্ট সহ্য করতে না পেরে নিজে রক্তাক্ত হচ্ছেন, এমনটা বোধহয় খুব বেশি দেখেননি সলমন খান নিজেও! পর্দায় তখন চলছে ‘তেরে নাম’ ছবি। শুরুতেই গানের দৃশ্যে অসহ্য কষ্টের মধ্যেও গান গাইছেন সলমন। ছবি দেখতে দেখতে আচমকাই আসন ছেড়ে উঠে দাঁড়ালেন এক দর্শক। কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের হাতের উপর আছড়ে ভাঙলেন ঠান্ডা পানীয়ের কাচের বোতল! প্রেক্ষাগৃহে রক্তারক্তি। ছবিতে ‘গুরু’র কষ্ট সহ্য করতে না পেরে নিজেকেই আঘাত করে বসেন সলমনের অন্ধ ভক্ত।

Advertisement

২০০৩-এ সতীশ কৌশিকের পরিচালনায় ‘তেরে নাম’ তুমুল সাড়া ফেলেছিল বক্স অফিসে। টানা ২৫ সপ্তাহ ছবিটি প্রেক্ষাগৃহে চলেছিল। অনুরাগীরা তো বটেই, সলমনের অভিনয় প্রশংসা আদায় করেছিল সমালোচকদেরও। অনেকেই মনে করেন, সলমনের কেরিয়ারে মাইলফলক হয়ে গিয়েছে। ছবির সাফল্যের নেপথ্যে ছিল তার গানগুলোও। গানেই আবেগ ধরে রাখতে না পেরে এমন কাণ্ড ঘটিয়েছিলেন ‘ভাইজান’-এর ওই ভক্ত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement