Shah Rukh Khan

Aryan Khan: দিব্যা ভারতীর সঙ্গে গাঁজা খেতাম, আরিয়ানও কোনও দোষ করেনি, ঘোষণা সলমনের প্রাক্তনের

ইনস্টাগ্রামে আরিয়ানের সমর্থনে একটি দীর্ঘ পোস্ট লিখলেন সোমি আলি। সেখান থেকেই উঠে এল একাধিক বিস্ফোরক তথ্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২১ ১৪:৫০
Share:

আরিয়ান প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিব্যা ভারতীর নাম টানলেন সোমি।

শাহরুখ-পুত্রের পাশে সলমন খান, হৃতিক রোশন, পূজা ভট্ট-সহ বলিউডের অনেকেই। সেই তালিকায় এ বার নাম লেখালেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী সোমি আলি। ইনস্টাগ্রামে আরিয়ানের সমর্থনে একটি দীর্ঘ পোস্ট লিখলেন সোমি। সেখান থেকেই উঠে এল একাধিক বিস্ফোরক তথ্য।

‘কম বয়সিরা কি মাদক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে না?’, প্রশ্ন তুলেছেন সোমি। তিনি লিখেছেন, ‘দেহ ব্যবসার মতোই মাদক সেবনও সমাজের একটা অংশ হয়ে থাকবে। তাই এই দু'টিকে যেন আর বেআইনি না বলা হয়।’ সোমি মনে করেন, কাঁচা বয়সের আরিয়ান ভাল-মন্দ না বুঝেই এই কাজ করে ফেলেছেন। আরিয়ানের সমর্থনে লিখতে লিখতে সোমি ফিরে গিয়েছেন অতীতে। লিখেছেন, ‘যখন আমার ১৫ বছর বয়স, তখন গাঁজা গেয়েছিলাম। পরে আবার দিব্যা ভারতীর সঙ্গেও ‘আন্দোলন’ ছবির কাজের সময় গাঁজা খেয়েছি। এই নিয়ে আমার কোনও আফসোস নেই।’

Advertisement

থেমে যাননি সোমি। এই দীর্ঘ পোস্টে দেশের আইন ব্যবস্থার উপর ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ‘ধর্ষক এবং খুনিদের কেন এ ভাবে পাকড়াও করা হচ্ছে না?’, জানতে চেয়েছেন সোমি।

আরিয়ানের খারাপ সময়। শাহরুখ-গৌরীকে নিজের সমবেদনা জানিয়েছেন সোমি। ‘আরিয়ান তুমি কোনও ভুল করোনি, সুবিচার হবেই’, ২৩ বছর বয়সিকে আশ্বাস সোমির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement